রশিদকে সরিয়ে নেতৃত্ব্বে আসগর

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক অনেক জল ঘোলা করে আবারও আফগানিস্তানের অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে আসগর আফগানের কাঁধে। রশিদ খানকে সরিয়ে তিন ফরম্যাটেই দেশটির নেতৃত্ব পালন করবেন অভিজ্ঞ এই ক্রিকেটার। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) উচ্চপর্যায়ের বৈঠক শেষে আজ (বৃহস্পতিবার) নিশ্চিত করা হয়েছে, দেশটির তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে আবারও নিয়োগ দেওয়া হয়েছে আসগরকে। রশিদ খানের জায়গায় নেতৃত্বে ফিরছেন তিনি। ২০১৯ বিশ্বকাপের আগে হঠাৎই আফগানিস্তানের নেতৃত্ব হারান আসগর। তাকে সরিয়ে ওয়ানডের অধিনায়ক করা হয় গুলবাদিন নাইবকে, যিনি ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন আফগানদের। একই সঙ্গে রহমত শাহকে টেস্ট ও রশিদ খানকে দেওয়া হয় টি২০ অধিনায়কত্ব। এসিবির অধিনায়ক বদলানোর সিদ্ধান্তে ব্যাপক সমালোচনা হয়েছিল।