আফ্রিদির শূন্যের সেঞ্চুরি

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
শহীদ আফ্রিদি
নিজের দিনে তার চেয়ে ভয়ংকর ব্যাটসম্যান বিশ্বক্রিকেটে কমই আছে। কিন্তু তার সেই দিন আসে কালেভদ্রে। ভয়ংকর হওয়া বহুদূর, প্রায়ই খুলতে পারেন না রানের খাতা। শূন্য রানে আউট হওয়াটা তার জন্য নিয়মিত ব্যাপার। সেই পথে এবার শহীদ আফ্রিদি করে ফেললেন শূন্যের সেঞ্চুরি! বঙ্গবন্ধু বিপিএলে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ম্যাচে বৃহস্পতিবার নিজের খেলা প্রথম বলেই ফেরেন পাকিস্তানি অলরাউন্ডার। স্বীকৃত ক্রিকেটে এটি ছিল তার শততম 'ডাক।' আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৪৪ বার শূন্য রানে ফিরেছেন আফ্রিদি। ওয়ানডেতে 'ডাক' ৩০টি। এই সংস্করণে তার চেয়ে বেশি শূন্য রানে আউট হয়েছেন কেবল শ্রীলংকান কিংবদন্তি সনাৎ জয়াসুরিয়া। ২৭ টেস্টের ক্যারিয়ারে আফ্রিদি শূন্যতে আউট হয়েছেন ৬ বার। আন্তর্জাতিক টি২০তে তার ডাক ৮টি। বাকি ৫৬ 'ডাক' এসেছে প্রথম শ্রেণির ক্রিকেট, লিস্ট 'এ' ও ঘরোয়া টি২০ মিলিয়ে। স্বীকৃত ক্রিকেটের বাইরেও নানা সময়ে 'ডাক' মেরে আলোচনার জন্ম দিয়েছেন আফ্রিদি। সুইজারল্যান্ডে গত বছর আইস ক্রিকেটেও তিনি ফিরেছিলেন শূন্য রানে! স্বীকৃত ক্রিকেট ছাড়া হিসেব করলে আফ্রিদির শূন্য রানে আউট হওয়ার নজির অগুনতি। এমনকি মজার আইচ ক্রিকেটেও শূন্য রানে আউট হওয়ার নজির আছে তার। এখনো স্বীকৃত ক্রিকেট চালিয়ে যাওয়াদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ পাকিস্তানের এই অলরাউন্ডার। ১৯৯৬ সালে খুব অল্প বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা পড়েছিল তার। ২৩ বছর ধরে চালিয়ে যাচ্ছেন খেলা। অফিসিয়ালি বয়স ছুঁয়েছে চলিস্নশের ঘর। এখনো বিপিএলের মতো ফ্রেঞ্চাইজি ক্রিকেটে ডাক পড়ে তার। অবশ্য কদিন আগে প্রকাশিত আত্মজীবনীতে নিজের বয়স পাঁচ বছর কমানোর কথাও স্বীকার করেন তিনি। বর্ণময় ক্যারিয়ারের এই ক্রিকেটারের মারকাটারি ব্যাটিং আর লেগ স্পিনের জন্য দর্শকপ্রিয়তাও আছে তুমুল।