অপরাজিত থেকে নকআউটে জুভেন্টাস

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
চার দিন আগে পাওয়া মৌসুমে প্রথম হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরল জুভেন্টাস। ক্রিশ্চিয়ানো রোনালদো ও গনসালো হিগুয়েনের গোলে বায়ার লেভারকুজেনকে হারিয়ে অপরাজিত থেকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠল মাওরিসিও সাররির দল। প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে 'ডি' গ্রম্নপের ম্যাচে ২-০ গোলে জিতেছে জুভেন্টাস। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে জুভেন্টাসের পয়েন্ট ১৬। রাতের আরেক ম্যাচে নিয়মিত একাদশের অধিকাংশ খেলোয়াড়ের অনুপস্থিতি বুঝতেই দিলেন না গ্যাব্রিয়েল জেসুস। চ্যাম্পিয়ন্স লিগে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দুর্দান্ত হ্যাটট্রিকে দিনামো জাগরেবের মাঠ থেকে ৪-১ গোলের জয় নিয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি। 'সি' গ্রম্নপের শীর্ষস্থান আগেই নিশ্চিত করা পেপ গার্দিওলার দল নিজেদের শেষ ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখল। তাদের অন্য গোলটি করেন ফিল ফোডেন। গ্রম্নপের আরেক ম্যাচে লোকোমোতিভ মস্কোকে ঘরের মাঠে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সিরি'আতে লাজিও মাঠে ৩-১ গোলে হারা জুভেন্টাস ম্যাচের একাদশ মিনিটে গোল খেতে বসেছিল। ফরাসি ফরোয়ার্ড মুসা দিয়াবির শট পোস্টের বাইরের দিকে লাগলে বেঁচে যায় ইতালিয়ান চ্যাম্পিয়নরা। ২১তম মিনিটে রোনালদোর দূরের পোস্টে নেওয়া কোনাকুনি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয়ার্ধের প্রথম ১০ মিনিটে বেশ কয়েকটি ভালো আক্রমণ করে জুভেন্টাস, কিন্তু প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেনি তারা। অবশেষে ৭৫তম মিনিটে গোলের দেখা পায় জুভেন্টাস। আট মিনিট আগে বদলি নামা পাওলো দিবালার বাঁদিক থেকে বাড়ানো বল অনায়াসে পেস্নসিং শটে জালে জড়ান রোনালদো। আসরে পর্তুগিজ ফরোয়ার্ডের এটি দ্বিতীয় গোল। চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড গোলদাতার মোট গোল হলো ১২৮টি। আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হিগুয়েন। স্বদেশি দিবালার সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে ডি-বক্সের মুখ থেকে জোরালো নিচু শটে গোলটি করেন আর্জেন্টাইন স্ট্রাইকার। এই হারে নকআউট পর্বের আশা শেষ হয়ে যাওয়া লেভারকুজেন ৬ পয়েন্ট নিয়ে শেষ করল। ইউরোপা লিগে খেলবে তিনে থাকা দলটি। লোকোমোতিভের পয়েন্ট ৩। 'বি' গ্রম্নপের শীর্ষস্থান আগেই নিশ্চিত করা বায়ার্ন মিউনিখ শেষ ম্যাচেও জয় পেয়েছে। গত রাউন্ডে নকআউট পর্ব নিশ্চিত করা টটেনহ্যাম হটস্পারকে ৩-১ গোলে হারিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। ছয় ম্যাচের সবকটিতে জেতা বায়ার্নের পয়েন্ট ১৮। গ্রম্নপ রানার্সআপ টটেনহামের পয়েন্ট ১০।