ম্যানসিটির ক্রিসমাস পার্টি বাতিল!

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক গত মৌসুমে বেশ ধুমধাম করে বড়দিনের পার্টিতে অংশ নিয়েছিলেন ম্যানসিটি খেলোয়াড়রা। পরেরদিনই দল হেরে বসে ক্রিস্টাল প্যালেসের কাছে। সেটা থেকে শিক্ষা নিয়ে এ মৌসুমে আর ভুল করতে চান না পেপ গার্দিওলা। শিষ্যদের বলছেন, ক্লাবের দেয়া বড়দিনের পার্টিতে যেন অংশ না নেন তারা। গতবারের আয়োজনে বেশ রাত করে বাড়ি ফিরেছিলেন খেলোয়াড়রা। কিছু খেলোয়াড় সারারাত নাইট ক্লাবে কাটিয়ে বাড়ি ফেরেন সকাল হওয়ার দুই-এক ঘণ্টা আগে। পরেরদিনই নিজেদের মাঠে ক্রিস্টালের কাছে ৩-২ গোলে হেরে যায় সিটিজেনরা। চারদিন পর লেস্টার সিটির কাছেও হেরে বসে। সেবার অবশ্য লিগ শিরোপা জিতেছিল ম্যানসিটি। তবে লিভারপুলের সাথে পয়েন্টে ব্যবধান ছিল সবে ১। চলতি মৌসুমে অবস্থা বেশ করুণ ম্যানসিটির। টেবিলে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান ১৪ পয়েন্টের। টেবিলের তিনে আছে দলটি। সিটিজেনদের টপকে দুইয়ে লেস্টার সিটি। অলৌকিক কিছু না ঘটলে এবার লিগ শিরোপা জয়ের আশা ক্ষীণই সিটিজেনদের। প্রতিবারের মতো আগামী বৃহস্পতিবারও বেশ বড় রকমের 'ক্রিসমাস পার্টি'র আয়োজন করতে চলেছে ম্যানসিটি। সব খেলোয়াড়, কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে ৪০০ জনেরও বেশি মানুষ অংশ নেবে তাতে। দলের এমন করুণ অবস্থায় গার্দিওলা চান না আয়োজনে খেলোয়াড়রা অংশ নিতে। গতবার হারের পেছনের কারণ হিসেবে দেরিতে ঘুমকেই দায়ী করেছিলেন এ কোচ। চলতি ডিসেম্বর ও আগামী জানুয়ারিতে ৫ সপ্তাহে ১১টি ম্যাচ খেলতে হবে সিটিজেনদের। তরতাজা থেকে মাঠে নামার জন্য তাই কোচের আশা দলের প্রয়োজনে অন্তত এবারের জন্য হলেও বড় রকমের কোনো উৎসবে অংশ না নেন আগুয়েরোরা।