এশিয়া কাপের প্রাথমিক দলে তিন নতুন মুখ

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
সেপ্টেম্বরে আরব আমিরাতে বসতে যাওয়া এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। মঙ্গলবার ঘোষিত ৩১ সদস্যের দলে পরিচিত সব মুখের পাশাপাশি নতুনদের মধ্যে জায়গা পেয়েছেন পেসার জাকির হাসান, সৈয়দ খালেদ আহমেদ আর ব্যাটসম্যান ফজলে রাব্বী মাহমুদ। ‘এ’ দলের হয়ে দুদার্ন্ত পারফমর্ করা মুমিনুল হকও আছেন প্রাথমিক দলে। ওয়েস্ট সফর শেষে আপাতত ক্রিকেটাররা রয়েছেন তিন সপ্তাহের ছুটিতে। আগামী ২৭ আগস্ট সকাল ৯টার মধ্যে স্কোয়াডে থাকা খেলোয়াড়দের রিপোটর্ করতে বলা হয়েছে। সেদিন থেকেই শুরু হবে এশিয়া কাপের ক্যাম্প। প্রাথমিক স্কোয়াড: মাশরাফি বিন মতুর্জা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন, লিটন কুমার দাস, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, আরিফুল হক, আবু জায়েদ রাহী, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, জাকির হাসান, সানজামুল ইসলাম, মোহাম্মদ মিঠুন ও ফজলে রাব্বী।