সাকিবই সিদ্ধান্ত নেবে: পাপন

যদি পরে করার সুযোগ থাকে তাহলে আমরা অবশ্যই চাইব যে জিম্বাবুয়ে সিরিজ কিংবা ওয়েস্ট ইন্ডিজের সময় করলে ভালো হয়, দলের জন্যও ভালো হয়। এখন পুরোটাই নিভর্র করছে ফিজিও, ডাক্তার ও সাকিবের ওপর

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
প্রায় ছয় মাস ধরে আঙুলের চোটে ভুগছেন সাকিব আল হাসান। সবের্শষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও খেলেছেন ব্যথা নিয়েই। এভাবে লম্বা সময় খেলা চালিয়ে যাওয়া তার জন্য কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সাকিব নিজেও যত দ্রæত সম্ভব অপারেশন করাতে চান। কিন্তু সামনেই এশিয়া কাপ। তার আগে অপারেশন করালে গুরুত্বপূণর্ এই টুনাের্মন্টে সাকিবের মতো ক্রিকেটারকে পাবে না বাংলাদেশ। তাই সাকিবের অপারেশন এশিয়া কাপের আগে হবে নাকি পরে তা নিয়ে সিদ্ধান্ত এখনো ঝুলেই আছে। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সিদ্ধান্তের বিষয়টি সাকিবের ওপরই ছেড়ে দিয়েছেন। মঙ্গলবার বিসিবিতে নাজমুল হাসান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এটা নিয়ে কোনো দ্বিধার ব্যাপার নেই। আমরা একটা চাচ্ছি, সাকিব ভিন্ন কিছু চাইছে বিষয়টি এমন নয়। তার যে হাতে ব্যথা, আর অপারেশন লাগবে এটাই তো ঠিক মতো জানা ছিল না। সে যে ওয়েস্ট ইন্ডিজে খেলে এলো আর নিদাহাস কাপ খেলে এলো, আমরা তো তার ইনজুরি নিয়ে কিছুই জানি না। এই সিরিজের ফাইনাল খেলার পর জানতে পারলাম। এর আগে তো জানাই ছিল না যে তার হাতে ব্যথা।’ নাজমুল হাসান আরও বলেছেন, ‘বিষয়টা আমাদের জন্য একেবারেই নতুন। শুধু সাকিব নয়, যে কোনো খেলোয়াড়ের হাতে যদি ব্যথা থাকে, আমরা তো অবশ্যই যত দ্রæত সম্ভব সেটার সমাধান চাইব। দেশে ফেরার পর কোচের সঙ্গে বৈঠকে জানা গেল, সে এখন অপারেশন করাতে চাইছে। তখন আমার মনে হয়েছে, যদি হাতে ব্যথা থাকে তাহলে তো আর খেলতেই পারবে না। কিন্তু যদি পরে করার সুযোগ থাকে তাহলে আমরা অবশ্যই চাইব যে, জিম্বাবুয়ে সিরিজ কিংবা ওয়েস্ট ইন্ডিজের সময় করলে ভালো হয়, দলের জন্যও ভালো হয়। এখন পুরোটাই নিভর্র করছে ফিজিও, ডাক্তার ও সাকিবের ওপর।’ হজ পালন করতে রোববার সৌদি আরব গেছেন সাকিব। তার আগে বোডর্ সভাপতির সঙ্গে কথা বলেছেন তিনি। এ প্রসঙ্গে নাজমুল হাসান বলেন, ‘‘সাকিব আমাকে যাওয়ার আগে ফোন করেছিল, জিজ্ঞেস করেছিল কি করবে সে। ‘তোমার যদি হাতে ব্যথা থাকে আর তুমি যদি মনে কর এভাবে খেললে সমস্যা হবে তাহলে তুমি অপারেশন করে ফেল’। আমি ঠিক এই কথাটাই বলেছি তাকে।’’ এশিয়া কাপের প্রসঙ্গ তুলে বোডর্ সভাপতি বলেন, ‘সাকিবকে এটাও বলেছিÑ তুমি যদি মনে কর এশিয়া কাপে খেলা সম্ভব, তাহলে এশিয়া কাপের পরে কর, দলের জন্য ভালো হবে। তবে সিদ্ধান্ত তোমার ওপর।’