শৃঙ্খলার প্রশ্নে কঠোর বিসিবি

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বিভিন্ন শাস্তিমূলক পদক্ষেপের পরও ক্রিকেটারদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠছে হরহামেশা। যে কারণে আগের চেয়ে এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোডর্ (বিসিবি) আরও বেশি সচেতন। যেসব খেলোয়াড়ের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে তাদের তলব করবে বিসিবি। আসন্ন এশিয়া কাপের দলে ওই সব ক্রিকেটারকে রাখা হবে না বলেও জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। একের পর এক বিতকের্র জন্ম দেয়া সাব্বির রহমানের ব্যাপারে কঠোর হচ্ছে বিসিবি। স¤প্রতি ফেসবুকে দুই তরুণকে হুমকি দেয়ার অভিযোগ ওঠায় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন জাতীয় দলের এই ক্রিকেটার। কঠিন শাস্তির আভাস দিয়েছেন আকরাম। আসন্ন এশিয়া কাপের জন্য দলগঠনে সাব্বিরের শৃঙ্খলাভঙ্গের বিষয়টি প্রভাব ফেলবে কিনা- জানতে চাইলে আকরাম বললেন, ‘নিঃসন্দেহে এ ধরনের সমালোচনার পর আমরা অ্যাকশনে যাবই। আগে অনেকবার ক্রিকেট বোডর্ গিয়েছে। এবারও সেটা নিয়ে আমরা আলাপ-আলোচনা করব। সিরিয়াস অ্যাকশনে যাব। আমরা চাই না কারও জন্য বাংলাদেশ ক্রিকেটের বদনাম হোক।’