অস্ট্রেলিয়ান ওপেনে তারকার মেলা

বিশ্বের শীর্ষ টেনিস খেলোয়াড়দের নিয়ে আগামী ২০ জানুয়ারি থেকে ৭ ফেব্রম্নয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ান ওপেনের ১১৫তম আসর। আয়োজক সূত্রে জানা গেছে টেনিসের শীর্ষ খেলোয়াড়দের নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করার ব্যাপারটা

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
মেলবোর্ন পার্কে পুরুষ ও নারী বিভাগে বিশ্বের শীর্ষ টেনিস খেলোয়াড়দের নিয়ে আগামী ২০ জানুয়ারি থেকে ৭ ফেব্রম্নয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ান ওপেনের ১১৫তম আসর। আয়োজক সূত্রে জানা গেছে টেনিসের শীর্ষ খেলোয়াড়দের নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করার ব্যাপারটা। দুই বিভাগের দুই শীর্ষ খেলোয়াড় রাফায়েল নাদাল ও এ্যাশলেই বার্টি বছরের প্রথম গ্র্যান্ড স্স্ন্যামের নেতৃত্বে থাকছেন। এর পাশাপাশি আছেন ইনজুরি কাটিয়ে কোর্টে ফেরা বিশ্বের সাবেক তিন নম্বর খেলোয়াড় হুয়ান মার্টিন ডেল পোত্রো।র্ যাংকিংয়ের সম্ভাব্য ২২ নম্বর স্থান নিয়ে এই আর্জেন্টাইন কোর্টে নামবেন। ইনজুরির কারণে দীর্ঘ ছয় মাস ডেল পোত্রো কোর্টের বাইরে ছিলেন। সাতবারের বিজয়ী সেরেনা উইলিয়ামস সর্বকালের সর্বোচ্চ গ্র্যান্ড স্স্ন্যাম বিজয়ী অস্ট্রেলিয়ান মার্গারেট কোর্টের রেকর্ড ২৪তম শিরোপা স্পর্শের লক্ষ্যে কোর্টে নামবেন। সেরেনার সাথে আরো একটি বছর শুরু করতে যাচ্ছেন বড় বোন ৩৯ বছর বয়সি ভেনাস উইলিয়ামস। দুইবারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা বর্তমানে শীর্ষ ৫০ জনের বাইরে রয়েছেন। শনিবার অস্ট্রেলিয়ান ওপেনের এন্ট্রির সময় সীমা শেষ হবার কিছু আগে ব্যক্তিগত কারনে তিনি নাম প্রত্যাহার করে নিয়েছেন। টুর্নামেন্ট পরিচালক ক্রেইগ টিলে বলেছেন, 'মেলবোর্নে অত্যন্ত শক্তিশালী কিছু খেলোয়াড়কে স্বাগত জানাতে পেরে আমরা দারুণ উচ্ছ্বসিত। তাদেরকে নিয়ে দারুণ একটি টুর্নামেন্ট আয়োজনের আশা করছি।' গত এক দশকে শুধুমাত্র ২০১৪ সালে সুইস তারকা স্ট্যান ওয়ারিঙ্কা শিরোপা জয় করেছিলেন। আর রাফায়েল নাদাল ক্যারিয়ারের একমাত্র অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন ২০০৯ সালে। এছাড়া বাকি শিরোপাগুলো নোভাক জকোভিচ ও রজার ফেদেরারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ক্যারিয়ারের অষ্টম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের লক্ষ্যে কোর্টে নামবেন বর্তমান চ্যাম্পিয়ন জকোভিচ। অন্যদিকে ৩৮ বছর বয়সি ফেদেরার লড়বেন সপ্তম শিরোপার জন্য। তবে নারী বিভাগের চ্যাম্পিয়নশিপটি গত ১০ বছরে সাতজন ভিন্নভিন্ন খেলোয়াড় জয় করায় এটা অনেক বেশি উন্মুক্ত হয়ে গেছে। বর্তমান চ্যাম্পিয়ন জাপানি তরুণি নাওমি ওসাকার দিকে এবারও সকলের দৃষ্টি থাকবে। সাবেক বিজয়ী ক্যারোলিন ওজনিয়াকি সম্প্রতি ঘোষণা দিয়েছেন অবসরের আগে এটাই তার সর্বশেষ টুর্নামেন্ট।