মুস্তাফিজকে নিয়ে চিন্তিত বিসিবি

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া প্রতিবেদক বিশ্রাম নিয়ে, ছুটি কাটিয়ে অনেকদিন পর ছন্দে ফিরেছেন বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল। ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুনরা খেলেছেন বড় ইনিংস। লিটন দাসের ব্যাট থেকে আসছে রান, তরুণ মোহাম্মদ নাঈম শেখও চিনিয়েছেন নিজেকে। তবে বঙ্গবন্ধু বিপিএলে আলোর মধ্যে অন্ধকার হয়ে আছেন বাংলাদেশের বোলাররা। বিশেষ করে বিবর্ণ মুস্তাফিজুর রহমান বিসিবিকে ফেলেছেন চিন্তায়। বিপিএলের প্রথম ধাপ শেষে স্থানীয় ব্যাটসম্যানদের নিয়ে তাই বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের মুখে ঝরেছে স্বস্তি, 'স্থানীয়রা ভালো করছে। আমাদের মূল ফোকাস ছিল স্থানীয় খেলোয়াড়। বাইরের তারা তো রান করবেই। সেই সঙ্গে যেন স্থানীয়রাও করে। এবার দেখছি যে কয়টা খেলা হয়েছে, নাঈম ভালো খেলেছে, তামিম ছন্দে ফিরেছে। লিটন দাস, সৌম্য এরাও কিন্তু ভালো খেলেছে। মিঠুন ভালো একটা ইনিংস খেলেছে। আমাদের স্থানীয় খেলোয়াড় যারা আছে, তারা ভালো করছে।' বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালো করলেও বোলারদের কাছ থেকে আসেনি বলার মতো কিছু। বিশেষ করে পেস বোলাররা বেশ নিষ্প্রভ। মুস্তাফিজ আছেন একেবারে সাদামাটা। পরের ম্যাচেও দেখা যায়নি সেরা ছন্দ। মুস্তাফিজের ফর্ম নিয়ে তাই চিন্তায় বিসিবি প্রধানও, 'এই রাউন্ড দেখে এখনো বুঝতে পারছি না। তবে একটু তো চিন্তার বিষয় আছেই। আমাদের সেরা পেসার নিশ্চয়ই মুস্তাফিজ। ওকে নিয়ে চিন্তার মধ্যে আছি। এটা অস্বীকার করার উপায় নেই।'