সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বুন্দেসলিগায় ভারতীয় ফুটবলারের অভিষেক ক্রীড়া ডেস্ক শনিবার ওয়ার্ডার ব্রেমেনের বিপক্ষে বায়ার্ন মিউনিখের হয়ে মাঠে নেমে এক অনন্য রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ডার সারপ্রিত সিং। প্রথম ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় হিসেবে সিং বুন্দেসলিগায় খেলার কীর্তি গড়লেন। ৬-১ গোলে জয়ী ম্যাচটিতে শেষ আট মিনিট বদলি হিসেবে মাঠে ছিলেন তিনি। গত গ্রীষ্মে অস্ট্রেলিয়ার এ-লিগের ক্লাব ওয়েলিংটন ফিনিক্স থেকে বায়ার্নে যোগ দেন ২০ বছর বয়সি সিং। হ্যাটট্রিকম্যান ফিলিপ কুতিনহোর স্থানে তার গত রোববার জার্মান লিগে অভিষেক হয়েছে। ইনজুরি আক্রান্ত কিংসলে কোম্যান ও কোরেনটিন টোলিসো ও নিষেধাজ্ঞায় থাকা জাভি মার্টিনেজের কারণে সিংয়ের অভিষেকটা সময়ের অপেক্ষায় ছিল। মাত্র ১১ বছর বয়স থেকেই তিনি মিউনিখের নজরে ছিলেন। ২০১৮-১৯ মৌসুমে ওয়েলিংটনের হয়ে সিংয়ের পারফরমেন্সে সন্তুষ্ট হয়ে বায়ার্ন তার সঙ্গে চুক্তি করে। জোড়া শিকারে আর্জেন্টিনায় ম্যানইউ ক্রীড়া ডেস্ক অ্যালেক্স ফার্গুসন চলে যাওয়ার পর ওল্ড ট্রাফোর্ডে শিরোপার দেখা নেই। ইউরোপ সেরার আসর চ্যাম্পিয়ন্স লিগেও অনিয়মিত দলটি। ডিফেন্স ও মাঝমাঠের সঙ্গে গোলমুখেও ধারাবাহিকতার অভাব। সবমিলিয়ে সমস্যাটা ফরোয়ার্ডেই বেশি। সেই সংকট কাটাতে জোড়া শিকারে আর্জেন্টিনায় নজর দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ)। আর্জেন্টিনায় কার খোঁজে রেড ডেভিলরা? ব্রিটিশ দৈনিক 'ডেইলি মিররে'র খবর, লৌতারো মার্টিনেজ ও লিয়েনদ্রো পারেদেসকে দলে নিতে চায় ম্যানইউ। দুজনকে পেতে কত খরচ করতে হবে? পত্রিকাটির দাবি, কম দামেই পাওয়া যাবে তাদের। দুজনকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড খরচ করতে হবে ম্যানইউকে।