ফাইনালের হাতছানি বঙ্গকন্যাদের

সেমিফাইনালে আজ প্রতিপক্ষ স্বাগতিক ভুটান

প্রকাশ | ১৬ আগস্ট ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
বুধবার অনুশীলনে হাস্যোজ্জ্বল চেহারায় দেখা গেল বাংলাদেশের মেয়েদের। আজ ভুটান বাধা পেরুলেই মারিয়া-তহুরাদের দল নাম লেখাবে সাফ অনূধ্বর্-১৫ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে। চাংলিমিথাং স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় স্বাগতিকদের মুখোমুখি হবে তারা Ñবাফুফে
ক্রীড়া প্রতিবেদক সাফ অনূধ্বর্-১৫ নারী চ্যাম্পিয়নশিপের বতর্মান চ্যাম্পিয়ন বাংলাদেশ। শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়েই এবার ভুটান গেছে মারিয়া মান্দার দল। সেই চ্যালেঞ্জ উতরাতে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা খেলছেও দুদার্ন্ত। গ্রæপপবের্র দুই ম্যাচেই প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেয়া দলটির সামনে এখন ফাইনালের হাতছানি। আজ ভুটান বাধা পেরুলেই মারিয়া-তহুরাদের দল নাম লেখাবে ফাইনালে। চাংলিমিথাং স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় স্বাগতিকদের মুখোমুখি হবে তারা। এর আগে বিকেলে প্রথম সেমিফাইনালে নেপালের মুখোমুখি হবে গত আসরের রানাসর্আপ ভারত। ঘরের মাঠে অনেকটা হেসেখেলেই গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার অবশ্য কিছুটা লড়াই করতে হচ্ছে। কারণ বাংলাদেশের মতোই এশিয়ার অন্য দেশগুলোও এগিয়ে নিচ্ছে নারী ফুটবলকে। প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৪-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিলেও পরের ম্যাচে নেপালের প্রতিরোধের মুখে পড়েছিল বঙ্গকন্যারা। ওই ম্যাচে তারা জিতেছে ৩-০ গোলে। আজ সেমিফাইনালে মারিয়াদের প্রতিপক্ষ ‘এ’ গ্রæপের রানাসর্আপ স্বাগতিক ভুটান। ফুটবল একাডেমিতে নিদির্ষ্ট পরিকল্পনা নিয়ে এগোনোর কারণে দিন দিন এগিয়ে যাচ্ছে ভুটানের ফুটবল। তাই প্রতিপক্ষ হিসেবে তাদের সহজ মনে করার উপায় নেই। যদিও গত ম্যাচে ভারতের কাছে ভুটানের মেয়েরা হেরেছে ১-০ গোলের ব্যবধানে। তবে হারলেও প্রতিপক্ষের ঘাম ছুটিয়ে দিয়েছে তারা। এর আগের ম্যাচে শ্রীলংকাকে তো ৬-০ গোলে উড়িয়েই দিয়েছে স্বাগতিকরা। তাই তাদের মোটেও খাটো করে দেখতে চাইছে না ফেভারিট বাংলাদেশ। আগের দুই ম্যাচে জয় পেলেও ভুটানকে গুরুত্ব দিয়েই সেমিফাইনালের জন্য কঠোর প্রস্তুতি নিচ্ছে বঙ্গকন্যারা। গত আসরেও দেখা হয়েছিল দুই দলের। সেবার ভুটানকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। এবারও শিষ্যদের নিয়ে আশাবাদী ছোটন। ভুটানকে সমীহ করলেও বাংলাদেশের কোচ আস্থা রাখছেন নিজ দলের সামথের্্য, ‘ভুটান বাংলাদেশের চেয়ে শক্তিশালী দল। তাছাড়া তারা স্বাগতিক দল। স্থানীয় সমথর্ন পাবে। সবকিছু ছাপিয়ে আমরা খেলব। আমাদের সবোর্চ্চটা দিয়ে খেলব এবং জেতার জন্যই খেলব।’ সাম্প্রতিক সময়ে দুদার্ন্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। সেই ধারাবাহিকতা অব্যাহত থাকলে ভুটানকে তো হারানো যাবেই, শিরোপা জয়ের লক্ষ্য পূরণ করেই ঘরে ফিরতে পারবে দল। অধিনায়ক মারিয়া মান্দার কণ্ঠে আত্মবিশ্বাস, ‘আমাদের লক্ষ্য শিরোপা ধরে রাখা। যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে আমাদের দল খেলে আসছে সেটি ধরে এগুলে আমরা আমাদের লক্ষ্যে পেঁৗছতে পারব। ভুটান ভালো দল। তাদের বিপক্ষে নিজেদের সবোর্চ্চটা দিয়েই লড়াই করব আমরা। সবার কাছে দোয়া চাই যেন চ্যাম্পিয়ন হয়েই ফিরতে পারি।’ অধিনায়ক মারিয়ার মতোই দলের অন্য ফুটবলাররাও একাত্মতা প্রকাশ করেছেন। বাংলাদেশ দলের গোলরক্ষক রুপনা চাকমা বলেছেন, ‘আমি খুবই খুশি। কারণ আমরা নেপালের বিপক্ষে ম্যাচ জিতে গ্রæপ চ্যাম্পিয়ন হতে পেরেছি এবং সেমিফাইনালে উঠেছি। সেখানে আমাদের প্রতিপক্ষ স্বাগতিক ভুটান। আমরা নিজেদের সেরাটা দিয়ে ভুটানের বিপক্ষে জয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। সবার কাছে দোয়া চাই যেন চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে পারি।’ স্ট্রাইকার রেহানা বলেছেন, ‘গ্রæপ পবর্ পার হয়ে এখন আমরা সেমিফাইনালে। ভুটানের বিপক্ষে নিজেদের শতভাগ উজাড় করে দিয়ে জিতে ফাইনালে খেলতে চাই। আমার স্বপ্ন এবারের সাফ অনূধ্বর্-১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা।’ অনূধ্বর্-১৫ পযাের্য় টানা ছয় ম্যাচে অপরাজিত বাংলাদেশ। শুধু তাই নয়, এই ছয় ম্যাচে একবারও তাদের জালে বল পাঠাতে পারেনি প্রতিপক্ষ দল। এতেই পরিষ্কার বাংলাদেশ দলের রক্ষণভাগের শক্তি। অন্যদিকে ম্যাচের পর ম্যাচ প্রতিপক্ষের জালে গোল উৎসব করে আক্রমণভাগও প্রমাণ করেছে নিজেদের শক্তিমত্তা। আজ সেমিফাইনালে স্বাগতিক ভুটানের বিপক্ষে দুই বিভাগেই নিজেদের শক্তিমত্তা দেখাতে হবে ছোটনের শিষ্যদের। আর তারা সেটা পারলে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা।