তৃতীয় রাউন্ডে ফেদেরার সেরেনার বিদায়

প্রকাশ | ১৬ আগস্ট ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
সিনসিনাতি ওপেনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করার পথে রজার ফেদেরার। মঙ্গলবার তিনি পরাজিত করেন পিওতর গোয়োচেককে Ñওয়েবসাইট
রজার ফেদেরার আর সেরেনা উইলিয়ামস, দুজনেই ২০১৫ সালে সিনসিনাতি ওপেনে শিরোপা জিতেছিলেন। এরপর আর এই টুনাের্মন্টে দেখা যায়নি তাদের। এবার একসঙ্গেই ফিরেছেন দুজন। মঙ্গলবার তৃতীয় রাউন্ড নিশ্চিত করে অতীতের পুনরাবৃত্তি ঘটানোর সম্ভাবনাটা টিকিয়ে রাখলেন ফেদেরার। তবে ব্যথর্ হয়েছেন সেরেনা। পেত্রা কেভিতোভার কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন মাকির্ন কৃষ্ণকলি। উইম্বলডনের কোয়াটার্র ফাইনাল থেকে বিদায়ের পর গত এক মাস কোটের্র বাইরে ছিলেন ‘নম্বর টু’ তারকা ফেদেরার। শারীরিক ও মানসিকভাবে নিজেকে চাঙ্গা করে তোলার পর সিনসিনাতি ওপেনে দুদার্ন্তভাবেই এগিয়ে যাচ্ছেন সুইস কিংবদন্তি। দ্বিতীয় রাউন্ডে পিওতর গোয়োচেককে সরাসরি ৬-৪, ৬-৪ সেটে উড়িয়ে দিয়েছেন তিনি। ‘নম্বর ওয়ান’ রাফায়েল নাদাল এই টুনাের্মন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়ায় ফেদেরারই এখন ফেভারিট। ২০১৩ সালে নাদালের কাছে হারের পর সিনসিনাতি ওপেনে এটি ফেদেরারের টানা ১১তম জয়। দীঘর্ দিন পর এই টুনাের্মন্টে পাওয়া জয়ের স্বাদটা তার কাছে ঠিক আগের মতোই, ‘আমরা কাছে মনে হয়নি, আমি সিনসিনাতি ওপেন থেকে দীঘির্দন দূরে ছিলাম। এভাবে ফিরে আসাটা সত্যিই তৃপ্তিদায়ক।’ এদিকে, অষ্টম বাছাই কেভিতোভার বিপক্ষে প্রথম সেটেই ৩-৬ গেমে হেরে বসেন সেরেনা। দ্বিতীয় সেটে ৬-২ গেমে জিতে ফেরার আভাস দিয়েছিলেন। তবে ম্যাচ নিধার্রণী তৃতীয় সেট ৬-৩ গেমে জিতে তৃতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলেন কেভিতোভা। সন্তান জন্মদানের পর আগের ফমর্টা ঠিক ধরা দিচ্ছে না সেরেনার। সপ্তাহ দুয়েক আগে সান হোসেতেও ছিটকে গিয়েছিলেন তিনি।