শচিন-ল²ণদের সরিয়ে দিচ্ছে ভারত

‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদনে এসেছে, সাবেক এই তিন ক্রিকেটার মূলত নিজেদের পদ ধরে রাখতে পারছেন না লোধা কমিটির আরোপিত নিয়মের কারণে

প্রকাশ | ১৬ আগস্ট ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ভারতীয় ক্রিকেট বোডের্র (বিসিসিআই) উপদেষ্টা কমিটির সদস্য তারা। দেশটির ক্রিকেটের উন্নয়নে পরামশের্কর ভূমিকায় থাকেন শচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী আর ভিভিএস ল²ণ। এর জন্য তারা কোনো পারিশ্রমিকও নিচ্ছেন না, অথচ এই দায়িত্ব থেকে নাকি সরে যেতে হবে তাদের। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদনে এসেছে, সাবেক এই তিন ক্রিকেটার মূলত নিজেদের পদ ধরে রাখতে পারছেন না লোধা কমিটির আরোপিত নিয়মের কারণে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, শচিনপুত্র অজুর্ন টেন্ডুলকার ভারতীয় অনূধ্বর্-১৯ দলের হয়ে খেলছেন। তাই তার উপদেষ্টা কমিটিতে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে সৌরভ এবং ল²ণের এই কমিটিতে থাকা নিয়েও। সৌরভ বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (সিএবি) সভাপতি এবং ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবেও কাজ করছেন। আর ল²ণ আইপিএলের সানরাইজাসর্ হায়দরাবাদের মেন্টর। একই সঙ্গে একাধিক ক্রিকেটীয় বিষয়ে যুক্ত থাকার কারণেই তাদের বিসিসিআইয়ের উপদেষ্টা কমিটিতে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। উপদেষ্টা কমিটির আসল কাজ হলো, ক্রিকেট বোডের্ক বিভিন্ন গুরুত্বপূণর্ পরামশর্ দেয়া। তারা কোচ, খেলোয়াড় নিবার্চনেও পরোক্ষ ভূমিকা রাখেন। ২০১৬ সালে অনিল কুম্বলেকে প্রধান কোচের পদ থেকে সরিয়ে দেয়ার আগেও তাদের পরামশর্ নেয়া হয়েছিল। শচিন-সৌরভ-ল²ণ অবশ্য বোডের্র বেতনভূক্ত চাকুরে নন। তারা এই উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে একটি নিদির্ষ্ট পরিমাণ সম্মানী পান। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন থেকে আরও জানা গেছে, সামনে এই কমিটিকে বেতনের আওতায় আনা হচ্ছে। এদিকে উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য সৌরভের অমতে রবি শাস্ত্রীকে ভারতীয় দলের কোচের দায়িত্ব দেয়া হয়। এরপর থেকেই শোনা যায় উপদেষ্টা কমিটি থেকে সরে যেতে পারেন সাবেক এই ভরতীয় অধিনায়ক।