শীষের্ ফ্রান্স, ১১তম আজেির্ন্টনা

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের পর র‌্যাংকিংয়ে আসবে বড়সড় পরিবতর্ন- এমনটা অনুমেয়ই ছিল। ফিফা প্রকাশিত সবশেষ র‌্যাংকিংয়ে হয়েছেও তাই। এক নম্বরে উঠে এসেছে বতর্মান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। গত আসরের শিরোপাধারী জামাির্ন নেমে গেছে ১৫ নম্বরে। আর রানারআপ আজেির্ন্টনার ঠঁাই মিলেছে ১১তম স্থানে। শীষের্ উঠতে ছয়ধাপ এগিয়েছে ফ্রান্স। ফরাসিদের পরই আছে বেলজিয়াম। রাশিয়া বিশ্বকাপের কোয়াটার্র ফাইনালে ব্রাজিলকে হারানো বেলজিকরা এগিয়েছে একধাপ, ইংল্যান্ডকে হারিয়ে তৃতীয় হয়ে বিশ্বকাপ শেষ করেছিল দলটি। আর পঁাচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল একধাপ পিছিয়ে চলে গেছে তিন নম্বরে। সবচেয়ে বেশি উন্নতি হয়েছে ক্রোয়েশিয়ার। প্রথমবার বিশ্বকাপের ফাইনালে ওঠা ক্রোয়াটরা ১৬ ধাপ এগিয়ে উঠে এসেছে চার নম্বরে! র‌্যাংকিংয়ে এগিয়েছে উরুগুয়েও। কোয়াটার্র ফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে যাওয়া দলটি ৯ ধাপ এগিয়ে পঁাচে উঠে এসেছে। বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে হেরে রাশিয়া বিশ্বকাপে চতুথর্ হয়ে আসর শেষ করেছিল ইংলিশরা। ৬ ধাপ এগিয়ে তারা এখন ছয় নম্বরে। আর একধাপ এগিয়ে ৯ নম্বরে উঠেছে স্পেন। তিনধাপ এগিয়ে দশে উঠেছে ডেনমাকর্। ১১ ধাপ এগিয়ে ১৩ নম্বরে রাশিয়া বিশ্বকাপের কোয়াটার্র ফাইনালিস্ট সুইডেন আর ২ ধাপ এগিয়ে ১৪ নম্বরে শেষ ষোলো খেলা কলম্বিয়া। এত গেল উন্নতির গল্প। আসুক দেখে নেই র‌্যাংকিংয়ে কোন কোন দলের অবনমন হয়েছে। প্রথমেই জামাির্নর কথা। গতবারের চ্যাম্পিয়নরা রাশিয়া বিশ্বকাপ শুরু করেছিল শীষর্ দল হিসেবে। কিন্তু প্রথম রাউন্ড থেকেই বিদায় ঘণ্টা বেজে যায় তাদের। যার নেতিবাচক প্রভাব র‌্যাংকিংয়ে পড়েছে- ন্যয়ার-মুলাররা নেমে গেছে ১৫ নম্বরে। তাদের অজির্ত পয়েন্ট ১৫৬১। এরপর লিওনেল মেসির আজেির্ন্টনা। রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে বিদায় নেয়া আলবিসেলেস্তেরা ৬ ধাপ পিছিয়ে এখন ১১ নাম্বারে। অজির্ত পয়েন্ট ১৫৭৪। অবনমন হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পতুর্গালেরও। বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয়া দলটি তিনধাপ পিছিয়ে চলে গেছে ৭ নম্বরে। দুইধাপ পিছিয়ে আট নম্বরে নেমে গেছে সুইজারল্যান্ড। তিনধাপ পিছিয়ে গত দুইবারের কোপা আমেরিকার চ্যাম্পিয়ন চিলি রয়েছে ১২ নম্বরে। আর এই তালিকায় বাংলাদেশ রয়েছে ১৯৪ নম্বরে। বলতে গেলে কোনো পরিবতর্ন হয়নি লাল-সবুজ জাসির্ধারীদের র‌্যাংকিংয়ে।