ভারতের হার প্রাপ্য ছিল: বয়কট

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ঠেঁাটকাটা হিসেবে সুখ্যাতি-কুখ্যাতি, দুটোই আছে জিওফ্রে বয়কটের। সোজা কথাটা তিনি সোজা করে বলতেই ভালোবাসেন। লডর্স টেস্টে বিরাট কোহলির দলের নিঃশতর্ আত্মসমপের্ণর পর ইংলিশ সাবেক ওপেনারের কলম চলেছে ছুরির মতো। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘টেলিগ্রাফ’-এ লেখা কলামে সাবেক ইংলিশ ওপেনার বয়কট বলেছেন, ভারতের এমন বিপযর্য় প্রাপ্য ছিল। এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ৩১ রানে হারলেও লড়াই করেছিল ভারত। সেই লড়াইয়ে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছিলেন কোহলি। কিন্তু লডর্স টেস্টে ভারতীয় ব্যাটিং অডার্র ভেঙে পড়েছে তাসের ঘরের মতো। কোহলি নিজেও লড়তে পারেননি। পরিণতি, বৃষ্টিতে প্রায় দুই দিন ভেসে যাওয়ার পরও ইনিংস ও ১৫৯ রানের ব্যবধানে হার মেনে নিতে হয়েছে ভারতকে। দলটির ব্যাটিং অডাের্র আছেন কোহলি, পূজারা, রাহানে, রাহুল, বিজয়দের মতো প্রতিষ্ঠিত তারকা ব্যাটসম্যানরা। বয়কট এই ব্যাটিং লাইনআপকেই দুষে কলামে লিখেছেন, ‘সাদামাটা, দায়িত্বজ্ঞানহীন ও নিবুির্দ্ধতার খুব কাছাকাছি।’ ইংলিশ কন্ডিশনে ভারতীয় দলের মানসিকতারও সমালোচনা করেছেন ১০৮ টেস্ট খেলা সাবেক এই ব্যাটসম্যান, ‘ভারত ইংল্যান্ডে এসেছে এই আত্মতুষ্টি নিয়ে যে, তারা সাধারণত যেভাবে ব্যাট করে সেভাবে করতে পারলেই সব ঠিক থাকবে। ক্রিকেট নিয়ে আপনি পরিকল্পনা এবং পরিশ্রম না করলে খেলাটা আপনাকে পেছনে ঠেলে দেবেই। আর তাই ভারতের এমন বিপযর্য় প্রাপ্য ছিল।’ রাহুল-রাহানেদের ব্যাটিং টেকনিকেরও সমালোচনা করেছেন বয়কট, ‘ভারতের খেলোয়াড়রা নিজেদের সঙ্গে সমথর্কদের মাথাও নত করেছে। ব্যাটিং ছিল খুব সাদামাটা এবং দায়িত্বজ্ঞানহীন। লোভনীয় আউটসুইঙ্গারে আলতো করে কিংবা ভাসানো ড্রাইভগুলো নিবুির্দ্ধতারই শামিল।’ শনিবার নটিংহামে পঁাচ টেস্টের এ সিরিজ বঁাচানোর লড়াইয়ে মাঠে নামবে কোহলির দল।