দুই-তিন মাস মাঠের বাইরে ডি ব্রæয়েন

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
রাশিয়া বিশ্বকাপে দুদার্ন্ত খেলেছিলেন কেভিন ডি ব্রæয়েন। বেলজিয়ামকে সেমিফাইনাল পযর্ন্ত নিয়ে যেতে হ্যাজাডর্-লুকাকুদের পাশাপাশি গুরুত্বপূণর্ ভ‚মিকা রেখেছিলেন এই প্লেমেকার। ম্যানচেস্টার সিটির ভক্তদের জন্য তাই একটি দুঃসংবাদ আছে। আগামী দুই থেকে তিন মাস ডি ব্রæয়েনের খেলা দেখতে পারবেন না তারা। বুধবার অনুশীলনের সময় হঁাটুতে বেশ বড় ধরনের চোট পেয়েছেন তিনি। ডি ব্রæয়েনকে এখন ক্র্যাচে ভর করে হঁাটতে হচ্ছে। কয়েক সপ্তাহের মধ্যে বেলজিক তারকার চিকিৎসা শুরু হবে বলে জানিয়েছে ম্যানসিটি কতৃর্পক্ষ। বিশেষজ্ঞ চিকিৎসক রামোন কুগাতকে দেখাতে বাসেের্লানায় তাকে পাঠানোর কথা ভাবছে তারা। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে রেকডর্ গড়ে চ্যাম্পিয়ন হয় ম্যানসিটি। পেপ গাদির্ওলার দলের মাঝমাঠের অন্যতম ভরসা ছিলেন এই ডি ব্রæয়েন। ২৭ বছর বয়সী প্লেমেকারের অনুপস্থিতিতে তাই বেরনাদোর্ সিলভা, ডেভিড সিলভাদের ওপর ভরসা করতে হবে গাদির্ওলাকে।