সিলেটে নারী দলের বিশ্বকাপ প্রস্তুতি

প্রকাশ | ০৪ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া প্রতিবেদক আগামী ২১ ফেব্রম্নয়ারি থেকে ৮ মার্চ অস্ট্রেলিয়ায় বসবে মেয়েদের টি২০ বিশ্বকাপ। বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে বৈশ্বিক আসরে খেলার যোগ্যতা অর্জন করা বাংলাদেশ দল বিদেশি কোচিং স্টাফের অধীনে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু করবে ৮ জানুয়ারি থেকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পাঁচ সপ্তাহের ক্যাম্প শেষে ১৪ ফেব্রম্নয়ারি সালমা-রুমানারা ধরবেন অস্ট্রেলিয়ার বিমান। দশ দলের বিশ্বকাপে কঠিন গ্রম্নপে পড়েছে বাংলাদেশ। স্বাগতিক অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে লড়তে হবে সালমা খাতুনের দলকে। মেয়েদের দুর্ভাগ্য, বিশ্বকাপে যাওয়ার আগে সিরিজ খেলার সুযোগ পাচ্ছেন না। সাউথ এশিয়ান গেমস ও টি২০ বিশ্বকাপের মাঝে ২ মাসের একটা বিরতি থাকলেও সময়টাতে সিরিজ আয়োজন করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেয়েদের বিভাগের চেয়ারম্যান ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী জানান, 'বিশ্বকাপের আগে এশিয়ার কোনো দেশের সঙ্গে সিরিজ আয়োজনের চেষ্টা করে যাচ্ছিলাম আমরা। কিন্তু প্রত্যাশিত সাড়া আমরা পাইনি।' দেশসেরা অলরাউন্ডার রুমানা আহমেদ বললেন, 'ম্যাচ থাকলে ভালো হতো। যেহেতু নেই তাই অনুশীলনে বাড়তি কিছু কাজ করতে হবে। ছেলে ক্রিকেটারদের সঙ্গে বেশি বেশি প্রস্তুতি ম্যাচ খেলতে হবে।' হাঁটুর চোটের কারণে স্কটল্যান্ডে বিশ্বকাপ বাছাইপর্বে ছিলেন না রুমানা। নভেম্বরে সাউথ এশিয়ান গেমস খেলতে নেপাল যেতে পারেননি পুরানো চোটে। অবশ্য ধীরে ধীরে সেরে উঠছেন লেগস্পিনিং অলরাউন্ডার। জানালেন, পুরোপুরি ফিট হয়ে মাঠে নামতে লাগবে আরও দুই সপ্তাহ।