কাতারে যুক্তরাষ্ট্রের ফুটবল ক্যাম্প স্থগিত

প্রকাশ | ০৫ জানুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
কাতারে অনুশীলন ক্যাম্প করার কথা ছিল যুক্তরাষ্ট্রের পুরুষ ফুটবল দলের। কিন্তু মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় ক্যাম্পটি স্থগিত করেছে দেশটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ক্ষেপণাস্ত্র হামলায় শুক্রবার বাগদাদ বিমানবন্দরে নিহত হন ইরানের মিলিটারি কমান্ডার কাসেম সোলাইমানি। এ ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়। ঠিক এ কারণেই খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবে ফুটবল ক্যাম্প স্থগিত করেছে যুক্তরাষ্ট্র সকার ফেডারেশন। দোহায় ৫ জানুয়ারি থেকে অনুশীলন শুরু করার কথা ছিল যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলের। ফেব্রম্নয়ারিতে ক্যালিফোর্নিয়ায় কোস্টারিকার বিপক্ষে মাঠে নামার আগে ২৫ জানুয়ারি পর্যন্ত হওয়ার কথা ছিল এ অনুশীলন ক্যাম্প। ইউএস সকার এক বিবৃতিতে জানিয়েছে, অনুশীলন ক্যাম্পের জন্য এখন তারা বিকল্প ব্যবস্থা করতে যাচ্ছে। বিবৃতিতে আরও উলেস্নখ করা হয়, 'কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আমরা কাজ করে যাচ্ছি। যাতে নিকট ভবিষ্যতে আমাদের ফুটবল দল কাতারের বিশ্বমানের সুযোগ-সুবিধা ও আতিথেয়তার অভিজ্ঞতা নিতে পারে। ২০২২ সালে বিশ্বকাপ হবে কাতারে।