ফাইনালে সেরেনা উইলিয়ামস

প্রকাশ | ১২ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক অকল্যান্ড ক্লাসিকে দারুণ ফর্মে আছেন সেরেনা উইলিয়ামস। নিউজিল্যান্ডে এই টুর্নামেন্টের সেমিফাইনালে মাত্র ৪৩ মিনিটে প্রতিপক্ষকে ধরাশায়ী করে ফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা। শীর্ষ বাছাই ৩৮ বছর বয়সি সেরেনা গতকাল শনিবার সরাসরি ৬-১, ৬-১ গেমে হারান স্বদেশি টিনএজ খেলোয়াড় আমান্দা আনিসিমোভাকে। ফাইনালে আরেক স্বদেশি জেসিকা পেগুলার মুখোমুখি হবেন সেরেনা। অস্ট্রেলিয়ান ওপেনের আগে এই ফর্মে ফেরা ২৪তম গ্র্যান্ড স্স্ন্যামজয়ীর হাতছানিও হতে পারে। যদিও মাতৃত্বের বিরতির পর সেরা ফর্মে ফিরতে কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন সেরেনা। জানুয়ারির শেষ দিকে অস্ট্রেলিয়ান ওপেনে নামবেন এই টেনিস গস্ন্যামার। টুর্নামেন্টটিতে শ্রেষ্ঠত্ব দেখাতে পারলে রেকর্ড জয় ধরা দিতে সেরেনার হাতে।