লিভারপুলকে মরিনহোর রসিকতা

প্রকাশ | ১২ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক ইংলিশ প্রিমিয়ার লিগে এক দল শীর্ষে, অন্য দলের অবস্থান সাত নম্বরে। ব্যবধান মাত্র ২৮ পয়েন্টের! উড়ন্ত লিভারপুলের সঙ্গে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা টটেনহামের পার্থক্য নির্ণয় করতে তাই বিশ্লেষক হওয়ার প্রয়োজন নেই। এবার ঘরের মাঠে যখন ইয়ুর্গেন ক্লপের দলকে আতিথ্য দেবে স্পাররা। তবে তার আগেই হার-জিতের হিসাব কষে রেখেছেন অনেকে। চলতি প্রিমিয়ার ইংলিশ লিগে এখনো অজেয় থাকা লিভারপুলের দিকেই পালস্না ভারি। টটেনহামের কোচ হোসে মরিনহোও জানেন তা। সুতরাং, লিভারপুলকে হারানো নিয়ে রসিকতা ছাড়া আপাতত কিছু করারও নেই তার! ২০২০ সালে জয় নেই টটেনহামের। মাউরিসিও পচেত্তিনোকে বরখাস্ত করে মরিনহোর হাতে দায়িত্ব তুলে দিলেও ভাগ্য বদল হয়নি স্পারদের। নতুন বছরের প্রথম ম্যাচেই হারতে হয়েছে তাদের সাউদাম্পটনের কাছে। প্রিমিয়ার লিগে পেছাতে পেছাতে সাতে নেমে যেতে হয়েছে তাদের। 'মড়ার ওপর খাঁড়ার ঘা' হয়ে এসেছে অধিনায়ক হ্যারি কেনের চোট। হ্যামস্ট্রিংয়ের চোটে ছুরি-কাঁচির নিচে যাওয়া ইংলিশ স্ট্রাইকারকে মাঠের বাইরে থাকতে হবে এপ্রিল পর্যন্ত। এফএ কাপের আগের ম্যাচে মিডলসবরোর মাঠ থেকে টটেনহামকে ফিরতে হয়েছিল ১-১ গোলের ড্র নিয়ে। এই অবস্থায় তাদের পড়তে হচ্ছে দুর্দান্ত ফর্মে থাকা লিভারপুলের সামনে। গত এক বছর ধরে ইংলিশ প্রিমিয়ার লিগে অজেয় থাকা ইয়ুর্গেন ক্লপের দলের বিপক্ষে জেতার সামর্থ্য কতটা আছে টটেনহামের, এই প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। আর তাই লিভারপুল ম্যাচের আগে এমন প্রশ্নটাও এলোও মরিনহোর দিকে। সংবাদ সম্মেলনে এক সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় মরিনহোর পাশেই ছিলেন টটেনহামের মিডিয়া ম্যানেজার সিমন ফেলস্টেইন। তাকে জড়িয়ে ধরে পতুর্গিজ কোচ মরিনহোর রসিকতা,' এই রুমের মধ্যে সম্ভবত আমরা দুজনই কেবল বিশ্বাস করি, আমরা জিততে পারি (লিভারপুলের বিপক্ষে)।'