শিরোপা জিতলেই ৮৪ লাখ

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট দিয়েই মুজিববর্ষের আয়োজন শুরু করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আর এ টুর্নামেন্টে শিরোপা জিতলেই ১ লাখ ডলার দেয়া হবে জামাল ভূঁইয়াদের। যা বাংলাদেশি মুদ্রায় ৮৪ লাখ টাকা। আর রানার্সআপ হলে ৫০ হাজার মার্কিন ডলার। এমনটাই জানালেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন। রোববার দুপুরে টিম হোটেলে বাংলাদেশ দলের সঙ্গে দেখা করতে যান বাফুফে প্রধান। কাজী সালাউদ্দিনের এমন ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। আগামীকাল মঙ্গলবার শুরু হবে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের লড়াই। আসরের উদ্বোধনী ম্যাচেই শক্ত প্রতিপক্ষ ফিলিস্তিনকে মোকাবিলা করবে লাল সবুজরা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই লড়াইয়ে গ্রম্নপ পর্বেই কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। 'এ' গ্রম্নপে স্বাগতিকদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন ও শ্রীলংকা। টুর্নামেন্টের 'বি' গ্রম্নপে আফ্রিকার তিন দেশ মরিশাস, বুরুন্ডি ও সিশেলস। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাজী সালাউদ্দিন বলেন, 'ফেডারেশন ভালো হোটেল, মাঠ, ভালো কোচ ও অনেক পয়সা দিতে পারবে। তবে খেলে দিতে পারবে না। তাদেরকেই খেলতে হবে। আমি সবকিছু পরিবেশন করতে পারব। খেলতে পারব না। আমার কাজ কিন্তু শেষ। তাদের অনুশীলন করিয়েছি, হোটেলে এনেছি। বিদেশি দল এনে দিয়েছি। সবকিছুই দেয়া হয়েছে। তারা যদি চ্যাম্পিয়ন হয় তাহলে ১ লাখ আর রানার্সআপ হলে ৫০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেয়া হবে।' বাফুফে প্রধান জানালেন, 'খেলোয়াড়দের সঙ্গে কথা বলে বুঝলাম তারা শারীরিক ও মানসিকভাবে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।' খেলোয়াড়দের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে। 'তারা বলেছে, তাদের পক্ষ থেকে শতভাগ দেবে। আমি তাদের মুখ থেকে এটাই শুনতে চেয়েছিলাম।' বঙ্গবন্ধু গোল্ডকাপের সূচি ১৫ জানুয়ারি বাংলাদেশ-ফিলিস্তিন ১৬ জানুয়ারি মরিশাস-বরুন্ডি ১৭ জানুয়ারি ফিলিস্তিন-শ্রীলংকা ১৮ জানুয়ারি বরুন্ডি-সিশেলস ১৯ জানুয়ারি শ্রীলংকা-বাংলাদেশ ২০ জানুয়ারি সিশেলস-মরিশাস ২২ জানুয়ারি প্রথম সেমিফাইনাল ২৩ জানুয়ারি দ্বিতীয় সেমিফাইনাল ২৫ জানুয়ারি ফাইনাল