নারীদের বিশ্বকাপ প্রস্তুতি ভারতে দলে নেই রুমানা

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
আগামী ২১ ফেব্রম্নয়ারি থেকে অস্ট্রেলিয়ায় বসবে নারী টি২০ বিশ্বকাপ ক্রিকেট। 'এ' গ্রম্নপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক অস্ট্রেলিয়া এবং ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলংকা। আগামী ২৪ ফেব্রম্নয়ারি বাংলাদেশ নারী দল প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে পার্থে। ২৭ ফেব্রম্নয়ারি ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিপক্ষে, ২৯ ফেব্রম্নয়ারি মেলবোর্নে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২ মার্চ একই ভেনু্যতে শ্রীলংকার বিপক্ষে অবতীর্ন হবে বাংলাদেশ নারী দল। এই টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ নারী ক্রিকেট দল কক্সবাজারে নিয়েছে প্রস্তুতি। নারী বিশ্বকাপ টি২০তে সামনে রেখে বাংলাদেশ নারী দল ভারতের বিহার রাজ্যের পাটনায় খেলবে চার দলীয় টি২০ টুর্নামেন্টে। ১৬ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে বাংলাদেশ নারী দলের প্রতিপক্ষ ভারত 'এ', ভারত 'বি' এবং থাইল্যান্ড। এই টুর্নামেন্টে অংশ নিতে গতকাল মঙ্গলবার ঢাকা ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী ১৬ জানুয়ারি ভারত 'এ', ১৮ জানুয়ারি ভারত 'বি' এবং ২০ জানুয়ারি থাইল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশ নারী ক্রিকেট দল : সালমা খাতুন (অধিনায়ক), আয়েশা রহমান, মুরশিদা, সানজিদা, নিগার সুলতানা (উইকেট কিপার), ফারজানা হক পিংকি, লতা মন্ডল, রিতু মনি, শায়লা শারমিন, শামীমা সুলতানা (উইকেটকিপার), ফাহিমা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, খাদিজাতুল কুবরা, পান্না ঘোষ, সুরাইয়া আজমিম, রাবেয়া ও সুবর্না মুস্তারি।