সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সিদ্ধান্ত দুবাইয়ে! ক্রীড়া প্রতিবেদক আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)'র সভায় অংশ নিতে এ মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)'র সভাপতি নাজমুল হাসান পাপন। স্বাভাবিকভাবেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)'র সভাপতি এহসান মানিও আছেন সেখানে। সূত্র বলছে, দুই বোর্ডের সভাপতিও বৈঠকে বসবেন সেখানে। আর ওই বৈঠকেই পাকিস্তান-বাংলাদেশের আসন্ন সিরিজের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে ধারণা করা হচ্ছে। যদিও সূচি অনুযায়ী, চলতি মাসের ২০ তারিখে পাকিস্তানের বিমান ধরার কথা বাংলাদেশ দলের। পাকিস্তান সফরে বাংলাদেশ দলের তিনটি টি২০ ও দুটি টেস্ট ম্যাচ খেলার কথা। কিন্তু নিরাপত্তার বিষয়টি সামনে এনে এ মুহূর্তে পাকিস্তানে সপ্তাখানেকের বেশি থাকতে চায় না বাংলাদেশ। সেক্ষেত্রে দুটি টেস্ট বাদ রেখে আপাতত তিনটি টি২০ খেলে আসতে চায় বিসিবি। কিন্তু এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। তাদের দাবি, দুটি সিরিজই একসঙ্গে খেলে আসতে হবে। এদিকে শোনা গেছে, পিসিবি তাদের দাবিতে অনড় থাকলে সফর বাতিলের মতো ঘোষণা দিতে পারে বাংলাদেশ। ঠিক এমন সময়েই দুবাইয়ে বৈঠকে বসছেন বিসিবি ও পিসিবির সর্বোচ্চ কর্মকর্তারা। ফল আশানুরূপ হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ফিরেই হাসিমুখ সানিয়া মির্জার ক্রীড়া ডেস্ক মাতৃত্বের স্বাদ নিয়েই ছিল ইস্পাত কঠিন- যেভাবেই হোক ফের ফিরতে হবে টেনিস কোর্টে। কিন্তু ফেরাটা কোনোভাবেই সহজ ছিল না। হাল ছাড়েননি সানিয়া মির্জা। পুত্র সন্তানের জন্মের পর অতিরিক্ত ওজন কমাতে মাথার ঘাম পায়ে ফেলেছেন। অবশেষে বাধার প্রাচীর টপকে ফিরেছেন সানিয়া। দুই বছর পর ফিরেই তুলে নিয়েছেন জয়। হোবার্ট ইন্টারন্যাশনালের প্রথম রাউন্ডে জয় তুলে নিয়েছেন ভারতীয় এই টেনিস তারকা। ইউক্রেনের নাদিয়া কিচেনকের সঙ্গে জুটি বেঁধে ডাবলসে খেলতে নেমেছেন সানিয়া। নেমেই ওকসানা কালাশনিকোভা ও মিয়ু কাতো জুটিকে হারালেন তিন সেটের লড়াই। জিতলেন ২-৬, ৭-৬, ১০-৩ গেমে। প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে সানিয়া-নাদিয়া জুটি লড়বে যুক্তরাষ্ট্রের ক্রিশ্চিনা ম্যাকহেল ও ভ্যানিয়া কিংয়ের সঙ্গে। তারা প্রথম রাউন্ডে হারিয়েছেন চতুর্থ বাছাই স্প্যানিশ জুটি জর্জিনা গার্সিয়া পেরেজ ও সারা সোরিবেস তোরমো জুটিকে।