সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
আইসিসির বর্ষসেরা দলে নেই সাকিব ক্রীড়া ডেস্ক আইসিসির বর্ষসেরা ওয়ানডে বা টেস্ট; কোনো দলেই জায়গা হয়নি বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের। যদিও গত বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সে আলোচনায় ছিলেন সাকিব। ব্যাট হাতে ৬০৬ রানের পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ১১ উইকেট। গত বছরের সেরা ব্যাটিং গড়ও ছিল বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের। ৯৩ গড়ে ১১ ইনিংসে করেন ৭৪৬ রান। আর মোট ১১ ম্যাচে উইকেট নেন ১৩টি। তবে আইসিসির ওয়ানডে দলে তিনি জায়গা হারান বেন স্টোকসের কাছে। বুধবার প্রকাশিত ২০১৯ সালের আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে সর্বোচ্চ চারজন সুযোগ পেয়েছেন ভারত থেকে। অধিনায়ক হিসেবে আছেন ভারতের বিরাট কোহলি। দুইজন করে আছেন ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের। আর ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের আছেন একজন করে। আইসিসির বর্ষসেরা টেস্ট দলের আটজন ট্রান্স-তাসমানিয়া অঞ্চলের। পাঁচজন অস্ট্রেলিয়ার ও তিনজন নিউজিল্যান্ডের। গত বছর টেস্টে সর্বোচ্চ রান করা মার্নাস লেবুশেন ব্যাটিং অর্ডারে তিনে সুযোগ পেয়েছেন। গত বছর ১১ টেস্টে ১১০৪ রান করা এই ক্রিকেটার এবার বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতেন। আর পাঁচ নম্বরে আছেন স্টিভেন স্মিথ। দুইজন আছেন ভারতীয়। আরেকজন ইংল্যান্ডের বেন স্টোকস। টেস্ট দলেও অধিনায়ক হিসেবে আছেন কোহলি। স্টোকস, কোহলি ও মিচেল স্টার্ক দুই দলেই সুযোগ পেয়েছেন। আইসিসির বর্ষসেরা টেস্ট দল মায়াঙ্ক আগারওয়াল, টম লাথাম, মার্নাস লেবুশেন, বিরাট কোহলি (অধিনায়ক), স্টিভেন স্মিথ, বেন স্টোকস, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নেইল ওয়াগনার ও নাথান লায়ন। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল রোহিত শর্মা, শাই হোপ, বিরাট কোহলি (অধিনায়ক), বাবর আজম, কেন উইলিয়ামসন, বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব। আর্চারকে গালি দেওয়া ব্যক্তি দুই বছর নিষিদ্ধ ক্রীড়া ডেস্ক জোফরা আর্চারকে বর্ণবাদী গালি দিয়েছিলেন নিউজিল্যান্ডেরই এক দর্শক। এমন আচরণ করে পার পেয়ে যাচ্ছেন না তিনি। দোষী ব্যক্তিকে মাঠে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। গত বছর ইংলিশ দলে জায়গা পেয়ে এই প্রথম দেশের বাইরে নিউজিল্যান্ডে খেলতে গিয়েছিলেন আর্চার। গত নভেম্বরে সিরিজের প্রথম টেস্টেই ঘটে সেই ঘটনা। আর্চার তখন ঘটনার বিস্তারিত তুলে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দাবি করেন, বে ওভালে তার উদ্দেশে একজন বর্ণবাদী মন্তব্য করেছে। মাউন্ট মঙ্গানুইয়ের সেই ম্যাচটি ইনিংস ও ৬৫ রানে হেরেছিল ইংল্যান্ড। আর এই ঘটনায় তোলপাড় শুরু হয় নিউজিল্যান্ডে। দেশটির ক্রিকেট বোর্ড ক্ষমাও চেয়েছিল আর্চারের কাছে। পুলিশি তদন্তে বেরিয়েছে অকল্যান্ডের ২৮ বছর বয়সি এক লোকের কান্ড ছিল এটি। সেই লোক নিজেই ঘটনাটি স্বীকার করেছেন। তাকে মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। আর ওই ঘটনার সঙ্গে সঙ্গেই অভিযোগ দাখিল করা হয়েছিল। তদন্তে সিসিটিভি ফুটেজ, অডিও রেকর্ডিংসহ আরও অনেক তথ্য প্রমাণ সংগ্রহ করা হয় অভিযুক্ত ব্যক্তিকে বের করার জন্য। পরে জানা গেছে, আর্চার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার পরই তার সঙ্গে সেই ব্যক্তি যোগাযোগ করেছিলেন।