নতুন চ্যাম্পিয়ন দেখবে বিপিএল

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বিপিএলে আগের ছয় আসরে কখনো শিরোপা জিতেনি খুলনা বা রাজশাহী। তাই এবারের বিশেষ বঙ্গবন্ধু বিপিএলে নতুন চ্যাম্পিয়নদের দেখবে বিশ্ব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে বিপিএলের সপ্তম আসরটি আয়োজন করা হয়। গেল ১১ ডিসেম্বর শুরু হয়েছিল বিশেষ বিপিএল। শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ফাইনাল দিয়ে পর্দা নামছে বিশেষ বিপিএলের। গেল ছয় আসরের মধ্যে সবচেয়ে তিনবার শিরোপা জিতে ঢাকা। ঢাকা গস্নাডিয়েটর্স নামে দু'বার ও একবার ঢাকা ডায়নামাইটস নামে। দু'বার শিরোপার স্বাদ নেয় কুমিলস্না ভিক্টোরিয়ান্স ও একবার শিরোপা জিতে রংপুর রাইডার্স। তবে বিশেষ বঙ্গবন্ধু বিপিএলের ফাইনাল নিশ্চিত করেছে খুলনা ও রাজশাহী। তাই বিপিএলে নতুন দলের হাতে উঠবে শিরোপা। খুলনা প্রথমবারের মতো হলেও, রাজশাহীর দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল। ২০১৬-১৭ মৌসুমে রাজশাহী কিংস নামে ফাইনালে উঠেছিল দলটি। এবারের আসরে লিগ পর্বে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরমেন্স করেছে খুলনা ও রাজশাহী। ১২ ম্যাচে ৮ জয় ও ৪ হারে সমান ১৬ পয়েন্ট পায় দু'দল। তবে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষ স্থান নিশ্চিত হয় খুলনার। দ্বিতীয় স্থানে থাকে রাজশাহী। ফলে প্রথম কোয়ালিফাইয়ারে দেখা হয় দু'দলের। সেখানে ২৭ রানে জয় পায় খুলনা। ওই ম্যাচ জিতে সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করে খুলনা। খুলনার কাছে হেরে দ্বিতীয় কোয়ালিফাইয়ারের লড়াইয়ে নামে রাজশাহী। সেখানে রাজশাহীর প্রতিপক্ষ ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রাজশাহীর অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের ২২ বলে অপরাজিত ৫৪ রানের কল্যাণে চট্টগ্রামকে ২ উইকেটে হারায় দলটি। এই প্রথমবারের মতো ফাইনাল খেলার স্বাদ নেবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। শুধুমাত্র প্রথমবারের মতো ফাইনালই নয়, বিপিএল ইতিহাসে এই প্রথমবার দলের সবগুলো ম্যাচে নেতৃত্ব দিতে যাচ্ছেন তিনি। আগের আসরগুলোতে অধিনায়ক হিসেবে টুর্নামেন্ট শুরু করলেও, কোনো কারণে মাঝপথে ও শেষের দিকে অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান মুশফিক। খুলনার টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, 'বিপিএলের টুর্নামেন্টে এটিই তার প্রথম ফাইনাল। মাঠের ভেতর ও বাইরে দারুণভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন মুশফিক। সে জানে, ট্রফি জয়ের এটিই তার সেরা সুযোগ এবং শিরোপা জয়ে মরিয়া হয়ে আছেন।'