বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টি২০ দল ঘোষণা

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ভালো আটঘাট নিয়েই প্রস্তুতিতে নেমেছে পাকিস্তান। বাংলাদেশের বিরুদ্ধে টি২০'র সূচি ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই এই সিরিজের জন্য দলও জানিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নতুন-পুরনো মিলিয়ে বেশ শক্তিশালী দলই তৈরি করেছে তারা। ১৪ সদস্যের এই দলে পাকিস্তান তিনজন নতুন খেলোয়াড়কে সুযোগ দিয়েছে। এরা হলেন- আহসান আলী, হামাদ বাট ও হ্যারিস রউফ। সেই সঙ্গে তিন অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক ও পেসার শাহীন আফ্রিদিকে দলে ফিরিয়ে এনেছে তারা। সিরিজের এই তিনটি টি২০ ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সিরিজের প্রথম ম্যাচ হবে ২৪ জানুয়ারি। পরদিনই দ্বিতীয় ম্যাচ। তৃতীয় এবং শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি। টি২০ সিরিজ খেলে দেশে ফেরার পর বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানে দুটি টেস্ট ম্যাচ ও একটি ওয়ানডে খেলতে যাবে। তবে টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দু'দফায়। রাওয়ালপিন্ডিতে একটি টেস্টের জন্য ফেব্রম্নয়ারির প্রথম সপ্তাহে পাকিস্তান যাবে বাংলাদেশ ক্রিকেট দল। আর করাচিতে দ্বিতীয় টেস্ট এবং একটি ওয়ানডে ম্যাচ খেলার জন্য এপ্রিলের প্রথম সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা। তবে টি২০ সফর শেষে দেশে ফেরার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তানের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে পুনরায় বিচার বিবেচনা করবে। সেই বিবেচনায় যদি বিসিবি মনে করে টেস্ট সিরিজের জন্য পাকিস্তান নিরাপদ-তাহলে টেস্ট সিরিজ খেলতে যাবে। পাকিস্তানের টি২০ দল: বাবর আজম (অধিনায়ক), আহসান আলী, হামাদ বাট, হ্যারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, শাদাব খান, শাহীন আফ্রিদি, শোয়েব মালিক ও ওসমান কাদির।