দাপুটে জয় পেল পিএসজি

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ফরাসি লিগ ওয়ানে বুধবার মোনাকোর বিপক্ষে গোল করার পর উচ্ছ্বসিত পিএসজির ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে থমাস টুখেলের শিষ্যরা -ওয়েবসাইট
তিন দিন আগে দুবার এগিয়ে গিয়েও মোনাকোর বিপক্ষে জয় হাতছাড়া করেছিল পিএসজি। এবার আর কোনো ভুল করেনি তারা। দাপুটে ফুটবল খেলে অনায়াসে জিতেছে টমাস টুখেলের দল। প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে লিগ ওয়ানে ৪-১ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা। পিএসজির পক্ষে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপে। তাদের অন্য দুই গোলদাতা নেইমার ও পাবলো সারাবিয়া। গত রোববার এবারের লিগে প্রথম দেখায় ঘরের মাঠে মোনাকোর সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছিল প্যারিসের দলটি। আক্রমণাত্মক শুরু করা পিএসজি ম্যাচের ২৪তম মিনিটে সাফল্যের দেখা পায়। ডান দিক থেকে আক্রমণে উঠে থ্রম্ন পাস বাড়ান আঞ্জেল ডি মারিয়া। আর ডিফেন্ডারদের পেছনে ফেলে বল ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন এমবাপে। সাবেক দলের বিপক্ষে গোলটি উদযাপন করেননি এমবাপে। পিএসজিতে আসার আগে মোনাকোতে খেলেই পাদপ্রদীপের আলোয় উঠে এসেছিলেন তিনি। বিরতির ঠিক আগে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। ফরাসি ডিফেন্ডার লেইভিন কুরজাওয়া ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল পিএসজি। আসরে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের গোল হলো ১১টি। \হ৫৬তম মিনিটে ব্যবধান বাড়তে পারত। নেইমার ও দি মারিয়া হয়ে ডি-বক্সে বল পেয়েছিলেন এমবাপে। কিন্তু গোলরক্ষককে একা পেয়ে সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। ৭২তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন সারাবিয়া। মার্কো ভেরাত্তির উঁচু করে বাড়ানো বল পেয়ে ভলিতে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ এই মিডফিল্ডার। ৮৭তম মিনিটে একটি গোল শোধ করেন ফরাসি মিডফিল্ডার বাকাইয়োকো। তাতে ম্যাচের গতিপথ অবশ্য একটুও বদলায়নি। যোগ করা সময়ের প্রথম মিনিটে নেইমারের পাস থেকে বল জালে পাঠিয়ে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন এমবাপে। ২০ ম্যাচ থেকে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।