জাকা-শাকিরিকে নিয়েই নামছে সুইজারল্যান্ড

আমাদের টিম স্পিরিট আগের চেয়ে এখন বরং ভালো। ওসব সমস্যা আমাদের কোনো কিছুই বদলাতে পারবে না। আমাদের কেউ যদি মাঠ অথবা মাঠের বাইরে কোনো ভুল করে তবে আমরা তাকে সেটা শুধরাতে সাহায্য করব Ñমাইকেল লাং

প্রকাশ | ২৭ জুন ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
অনুশীলনে দলের সঙ্গে জারদান শাকিরি। আজ কোস্টারিকার বিপক্ষে গ্রæপ পবের্র ভাগ্য নিধার্রণী লড়াইয়ে তার কাছ থেকে বেশি কিছু চাইবে সুইজারল্যান্ড Ñওয়েবসাইট
একজন মাঝমাঠের অন্যতম সেরা খেলোয়াড়। অপরজন তো দলের আক্রমণভাগেরই নেতৃত্ব দেন। আজ কোস্টারিকার বিপক্ষে ভাগ্য নিধার্রণী ম্যাচে গ্রানিত জাকা আর জারদান শাকিরিকে না পেলে বিপদ হতে পারত সুইজারল্যান্ডের। কপাল ভালো, দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ার কথা থাকলেও ফিফা কেবল এই দুজনকে জরিমানা করেছে। ফলে তাদের মাঠে নামতে কোনো বাধা রইল না। ‘এইচ’ গ্রæপে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সুইজারল্যান্ড। আজ কোস্টারিকাকে হারাতে পারলেই শেষ ষোলোর টিকিট হাতে পেয়ে যাবে সুইসরা। ড্র করলেও উতরে যেতে পারে তারা। তবে সেক্ষেত্রে ব্রাজিলের কাছে পরাজিত হতে হবে সাবির্য়াকে। ওই ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকবে না সুইজারল্যান্ড। টানা দুই ম্যাচ হেরে বিদায় নেয়া কোস্টারিকার বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নামবে তারা। যাতে গ্রæপসেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে নাম লেখানো যায়। সেটা করতে জাকা-শাকিরির সাহায্য অবশ্যই লাগবে সুইসদের। বিশেষত, ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা শকিরির। বিশ্বকাপে সুইজারল্যান্ডের সবের্শষ ছয় গোলের পঁাচটিতে সরাসরি অবদান রেখেছেন তিনি! প্রথম ম্যাচে ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে সাবির্য়ার সঙ্গে শুরুতেই পিছিয়ে পড়েছিল স্ইুজারল্যান্ড। সেখান থেকে তাদের দারুণ এক জয় এনে দেন জাকা আর শাকিরি। দুইজনই আলবেনিয়ান বংশোদ্ভুত সুইস নাগরিক। এক সময় তাদের পরিবার সাবির্য়ার রাজনৈতিক আক্রোশের শিকার হয়েছিলেন। তাদের বিপক্ষে গোল করার পর উদযাপনের সময় বুকের কাছে দুই হাতের বুড়ো আঙুল এক করে আলবেনিয়ার জাতীয় প্রতীক ‘জোড়া ঈগল’ অঁাকেন তারা। বিষয়টি ফিফার নজর এড়ায়নি। অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে তাদের ১০ হাজার সুইস ফ্রঁা জরিমানা করেছে ফুটবলের সবোর্চ্চ সংস্থা। যদিও প্রথমে শোনা গিয়েছিল রাজনৈতিক প্রতীকের কারণে দুই ম্যাচ নিষিদ্ধ হতে পারেন তারা। জাকা-শাকিরির আচরণে সুইজারল্যান্ড ভক্তদের মনে এক ধরণের অসন্তুষ্টির সৃষ্টি হয়েছে। দলটিতে এ দুজন ছাড়াও আরও আরও ফুটবলার রয়েছেন যাদের বাবা অথবা মা- কেউই জন্মসূত্রে সুইস নাগরিক নয়। তবে সুইজারল্যান্ডের রক্ষণভাগের খেলোয়াড় মাইকেল লাং জানিয়েছেন, ওসব ঘটনা তাদের দলীয় ঐক্যে কোনো ফাটল ধরাতে পারেনি। বরাবরের মতোই জাকা-শাকিরিকে মাঠে সহযোগিতা করে যাবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি, ‘আমাদের টিম স্পিরিট আগের চেয়ে এখন বরং ভালো। ওসব সমস্যা আমাদের কোনো কিছুই বদলাতে পারবে না। আমাদের কেউ যদি মাঠ অথবা মাঠের বাইরে কোনো ভুল করে তবে আমরা তাকে সেটা শুধরাতে সাহায্য করব।’ ব্রাজিলে আয়োজিত গত আসরের কোয়াটার্র ফাইনাল খেলেছিল কোস্টারিকা। সেই দলটিই এবার টানা দুই ম্যাচে বাদ পড়ে গেছে গ্রæপ পবর্ থেকে। তাদের জন্য সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটা তাই কেবল আনুষ্ঠানিকতা সাড়ার। দলের বষীর্য়ান খেলোয়াড় জনি আকোস্তা জানিয়েছেন, এই ম্যাচটা জিতে অন্তত বলার মত কিছু সঙ্গে করে দেশে নিয়ে যেতে চান তারা, ‘আমাদের চেষ্টা করতে হবে, যেন ম্যাচটা জিতে এখান থেকে কিছু সম্মান নিয়ে ফিরতে পারি।’ বিশ্বকাপে এর আগে তিনবার মুখোমুখি হয়েছিল সুইজারল্যান্ড-কোস্টারিক। উভয় দলই একটি করে ম্যাচ জিতেছে। দেখা যাক, নোভগোরদে শেষ হাসিটা কে হাসে।