প্রোটিয়াদের বিশ্বকাপ স্বপ্নে শুরুতেই আফগান ধাক্কা

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ঘরের মাঠে যুব বিশ্বকাপ খেলতে নেমে বড় ধাক্কা খেয়েছে সাউথ আফ্রিকা। স্বাগতিকরা টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের স্পিনে নাস্তানাবুদ হয়ে ৭ উইকেটের হারে যাত্রা শুরু করেছে। কিম্বার্লিতে শুক্রবার শুরুতে ব্যাট করতে নেমে ৫০ ওভারের ম্যাচে ২৯.১ ওভারে অলআউট হয়ে প্রোটিয়ারা তুলতে পেরেছে কেবল ১২৯ রান। জবাব দিতে নেমে ২৫ ওভার আর ৭ উইকেট অক্ষত রেখেই জয়ে নোঙর ফেলে আফগানরা। স্বাগতিকদের আউট হওয়া দশ ব্যাটসম্যানের সাতজনই ফিরেছেন এক অঙ্কের ঘরে। যার মাঝে রানের খাতা খুলতে পারেননি তিনজন। বাকি চারজনের মধ্যে সর্বোচ্চ ইনিংসটি ৮ রানের! দলীয় সংগ্রহটা এরপরও যে একশ পেরিয়ে গেল দক্ষিণ আফ্রিকার, তাতে অবদান অধিনায়ক ব্রিস পার্সন্সের ৪০, লুক বেউফোর্টের ২৫ ও শেষদিকে ২৩ বলে জেরাল্ড কোয়েটজের ৩৮ রান। প্রোটিয়া ব্যাটসম্যানদের ওপর তোপ দেগেছেন মূলত আফগান স্পিনাররা। লেগস্পিনার শাফিকউলস্নাহ ঘাফারি একাই নিয়েছেন ৬ উইকেট। ৯.১ ওভার হাত ঘুরিয়ে ২ মেডেনে ১৫ রানে প্রতিপক্ষের ৬ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়েছেন তিনি। চায়নাম্যান বোলার নুর আহমেদ ও পেসার ফজল হক ২টি করে উইকেট নিয়ে ঘাফারিকে যোগ্য সঙ্গ দিয়েছেন। লক্ষ্য তাড়ায় নেমে ওপেনার ইব্রাহিম জাদরানের ৫২ ও ইমরানের ৫৭ রানের দুই ইনিংসে সহজ জয়ের রাস্তা সহজেই মাপা হয়ে যায় আফগানিস্তানের।