ইনজুরিতে জামাল ভূঁইয়া

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
জামাল ভূঁইয়া
বঙ্গবন্ধু গোল্ডকাপে আগামীকাল রোববার শ্রীলংকার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। সেমিফাইনালে পৌঁছাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের। এমনই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশের জন্য দুঃসংবাদ দলীয় অধিনায়ক জামাল ভূঁইয়ার ইনজুরি। তবে শ্রীলংকার ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবেন জামাল। এমনটাই বিশ্বাস টিম ম্যানেজমেন্টের। ফিলিস্তিন ম্যাচের পর এক দিন বিরতি দিয়ে শুক্রবার অনুশীলনে নামে বাংলাদেশ দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সবাই যখন ঘাম ঝরাতে ব্যস্ত। তখন সাইড লাইনে বিষণ্ন জামাল ভূঁইয়া। ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচে পায়ে আঘাত পেয়েছেন বাংলাদেশের মধ্যমাঠের অন্যতম এই ফুটবলার। নিজের ইনজুরি নিয়ে জামাল ভূঁইয়া জানান, 'ফিলিস্তিন ম্যাচের সময় তাদের এক খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লাগলে পায়ে ব্যথা পাই। ঝুঁকি নিতে চাইনি। তাই আজ (শুক্রবার) অনুশীলনে নামিনি। আশা করি আগামীকাল (শনিবার) অনুশীলন করে ফিট হয়ে শ্রীলংকার ম্যাচে খেলতে পারব।' পরের ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে আত্মবিশ্বাসী জামাল বলেন, 'নিজেদের ভুলেই আমরা ফিলিস্তিনের বিপক্ষে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারিনি। এখন শ্রীলংকার বিপক্ষে ম্যাচটি জিততে চাই। আশা করি সেটি সম্ভব হবে এবং আমরা সেমিফাইনালে খেলব। ফিলিস্তিন কঠিন প্রতিপক্ষ একথা সত্য। কিন্তু ওই ম্যাচে প্রতিপক্ষের পোস্টে একটি শটও নিতে পারেননি মতিন-সুফিলরা। ফরোয়ার্ডদের এমন ব্যর্থতা হতাশ করেছে কোচ জেমি'ডেকে। তাই শুক্রবার অনুশীলনে কোচ মধ্যমাঠ আর আক্রমণভাগেই বেশি নজর দিয়েছেন। তবে বাংলাদেশের দুই গোল হজমের পেছনে রক্ষণের দুর্বলতাও ছিল। সে কারণে রক্ষণ নিয়েও শুক্রবার আলাদা সেশন করেছেন বাংলাদেশের কোচ। শ্রীলংকার বিপক্ষে সুযোগগুলো কাজে লাগিয়ে জয় তুলে নেওয়া সম্ভব বলে মনে করছেন আরেক ফুটবলার মিডফিল্ডার মোহাম্মদ ইব্রাহিম, 'আমরা সুযোগ তৈরি করছি। কিন্তু গোল হচ্ছে না। কোচও এই কথাটিই বারবার বলেছেন। আশা করি আগের ম্যাচের ভুলগুলো আর এই ম্যাচে করব না। সুযোগগুলো কাজে লাগিয়ে জয় নিয়েই মাঠ ছাড়ব আমরা।'