‘এফ’ গ্রæপের হিসাব মিলবে আজ

প্রকাশ | ২৭ জুন ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
বিশ্বকাপের আটটি গ্রæপের সম্ভবত ‘এফ’ গ্রæপেই শেষ ষোলোর জন্য কঠিন লড়াই করছে দলগুলো। টানা দুই ম্যাচ জিতেও মেক্সিকো নিশ্চিত করতে পারেনি দ্বিতীয় রাউন্ডের টিকিট। সুইডেনকে হারিয়ে লড়াইটা জমিয়ে তুলেছে বতর্মান চ্যাম্পিয়ন জামাির্ন। আজ শেষ রাউন্ডের খেলায় তারা লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এই ম্যাচে রেউস-মুলাররা জয় পেলে আর মেক্সিকোর বিপক্ষে সুইডেন হেরে গেলে অথবা ড্র করলে জামাির্ন গ্রæপ রানাসর্আপ হয়ে শেষ ষোলোতে যাবে। সুইডেন জিতে গেলে আবার অন্য হিসাব। সুইডেন, জামাির্ন আর মেক্সিকো তিন দলেরই সমান ৬ পয়েন্ট হবে তখন। এমন সমীকরণে গোল ব্যবধান নিধার্রণ করবে সেরা দুই দল। গোল ব্যবধান সমান হলে যে দুই দল বেশি গোল দিয়েছে তাদের হাতেই তুলে দেয়া হবে শেষ ষোলোর টিকিট। এতেও সমান হলে ফেয়ার-প্লে, অথার্ৎ হলুদ কাডর্ আর লাল কাডের্র সংখ্যা গণনা করে নিধাির্রত হবে কোন দল যাবে দ্বিতীয় রাউন্ডে। ওদিকে, টানা দুই ম্যাচে হারের পরও সম্ভাবনা টিকে আছে দক্ষিণ কোরিয়ার। আজ শেষ ম্যাচে তারা জামাির্নকে হারিয়ে দিলে আর মেক্সিকোর কাছে সুইডেন হেরে গেলে জামাির্ন আর সুইডেনের সঙ্গে সমান ৩ পয়েন্ট হবে তাদেরও। তখন তাদের শেষ একটা সুযোগ থাকবে। জটিল সমীকরণই বটে! পয়েন্ট টেবিল (‘এফ’ গ্রæপ) দল ম্যাচ জয় হার ড্র পয়েন্ট মেক্সিকো ২ ২ ০ ০ ৬ জামাির্ন ২ ১ ১ ০ ৩ সুইডেন ২ ১ ১ ০ ৩ দ. কোরিয়া ২ ০ ২ ০ ০