গ্রম্নপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বুরুন্ডি

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
জোড়া গোল করে বুরুন্ডি দলের জয়ের নায়ক ও ম্যাচসেরা টাম্বোই আমিসি -বাফুফে
বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে 'বি' গ্রম্নপের দল বুরুন্ডি। শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে তারা ৩-১ গোলে হারায় সিশেলসকে। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রম্নপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চার নিশ্চিত করল বুরুন্ডি। এর আগে প্রথম দল হিসেবে সেমিতে নাম লিখিয়েছে গতবারের চ্যাম্পিয়ন ফিলিস্তিন। জিতলেই সেমিফাইনাল নিশ্চিত এমন সমীকরণ সামনে নিয়েই নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার খেলতে নামে বুরুন্ডি। গ্রম্নপে তিন দলের মধ্যের্ যাংকিংয়ে (বুরুন্ডি ১৫১) তারা সব থেকে এগিয়ে। মরিসাসের ১৭২ আর সীশেলসেরর্ যাংকিং ২০০। অথচ সব থেকে পিছিয়ে থাকা দলটিই শনিবার শক্তিধর বুরুন্ডির বিপক্ষে প্রথমার্ধে দারুণ ফুটবল খেলেছে। অন্তত প্রথমার্ধ তাদের পারফরম্যান্সে দু'দলেরর্ যাংকিংয়ের পার্থক্যটা ধরাই যায়নি। তবে দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বের হয়ে আসে বুরুন্ডি। ১৪ মিনিটে বাঁপ্রান্ত থেকে সীশেলসের মিডফিল্ডার কলিন বিবির কোনাকুনি শট অল্পের জন্য জড়ায়নি জালে। ২৭ মিনিটে দলীয় অধিনায়ক ডিফেন্ডার ওয়ারেন মিলি বুরুন্ডির বক্সে হেড নেন। লাফিয়ে উঠেও সেই হেড ক্লিয়ার করতে ব্যর্থ হন প্রতিপক্ষ ডিফেন্ডার ডিউ মারসি। ডিফেন্ডারের ভুলে বল পেয়ে যান পেরী মনিআই। ডান পায়ের দর্শনীয় শটে লক্ষ্যভেদ করেন সীশেলসের এই ফরোয়ার্ড (১-০)। এর ঠিক দু'মিনিট পরই সিশেলস মিডফিল্ডার জার্ভাইস বক্সের ভেতরে ডান পায়ের কোনাকুনি শট নিলে ফিস্ট করে দলকে দ্বিতীয় গোল হজমের হাত থেকে রক্ষা করেন বুরুন্ডি গোলরক্ষক। প্রথমার্ধ এগিয়ে থেকেই বিশ্রামে যায় কাগজে কলমে শক্তিতে পিছিয়ে থাকা সিশেলস। ৪৭ মিনিটে বক্সের বেশ কাছেই ফ্রি কিক পায় বুরুন্ডি। কিন্তু ডিফেন্ডার রাগিরিইমানার স্পট কিক পোস্টের ধারেকাছেও পৌঁছায়নি। ৫১ মিনিটে বল নিয়ে যাবার মুহূর্তে মিডফিল্ডার কলিন বিবিকে ফেলে দেন প্রতিপক্ষের মিডফিল্ডার মসি ট্রেসর। ফ্রি কিক পায় সীসেলস। তবে সেখান থেকে তেমন কোনো সুবিধা আদায় করে নিতে পারেনি তারা। ৫৪ মিনিটে ম্যাচে সমতা আনে বুরুন্ডি। বাঁপ্রান্ত থেকে ডিফেন্ডার নিকুমানা আসমানের শট বক্সে প্রতিহত করতে ব্যর্থ হন সীশেলসের ডিফেন্ডাররা। পোস্টের খুব কাছ থেকে দর্শনীয় হেডে লক্ষ্যভেদ করেন আগের ম্যাচে হ্যাটট্রিক করা ফুটবলার জসপিন সিমিরিমানা (১-১)। ৬০ মিনিটে আরো এক গোল করে ম্যাচে লিড নেয় বুরুন্ডি। ডান প্রান্ত থেকে ডিফেন্ডার জাবনজিজার বাড়িয়ে দেয়া বলে ফাইনাল টাচ দেন দলীয় অধিনায়ক টাম্বোই আমিসি (২-১)। ৬৩ মিনিটে বুরুন্ডির তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটিও করেন এই ফরোয়ার্ড। সতীর্থর পাসে বক্সে বল বুঝে নিয়ে দারুণ শটে সীশেলসের জাল কাঁপান আমিসি (৩-১)। শেষ পর্যন্ত আর ম্যাচে ফেরা হয়নি সীশেলসের। তাই একমাত্র গোলটি সান্ত্বনার হয়েই থেকেছে। আজ 'এ' গ্রম্নপের শেষ ম্যাচে স্বাগতিক বাংলাদেশ খেলবে শ্রীলংকার বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল ৫টায়।