শিরোপায় পূর্ণ সানিয়ার স্বপ্নের ফেরা

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
হোবার্ট ইন্টারন্যাশনাল টেনিসের শিরোপা ট্রফি হাতে সানিয়া মির্জা ও তার পার্টনার নাদিয়া কিচেনক -ওয়েবসাইট
দুই বছর পর ক'দিন আগেই হোবার্ট ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্ট দিয়ে কোর্টে ফিরেছিলেন সানিয়া মির্জা। শুরু থেকেই ভারতের এই টেনিস তারকা হোবার্ট ইন্টারন্যাশানালে ঝড় তোলেন। সেই ধারাবাহিকতায় ভারতীয় টেনিস তারকা শনিবার এই টুর্নামেন্টের ডাবলসে নাদিয়া কিচেনকের সঙ্গে জুটি বেঁধে মেয়েদের ডাবলসের শিরোপা জিতে নিয়েছেন। এদিন হোবার্ট ইন্টারন্যাশনালের ফাইনালে চীনের সুয়াই পেঙ ও সুহাই ঝাঙয়ের সঙ্গে এক ঘণ্টা ২১ মিনিট লড়াই করেন সানিয়া-কিচেন। এরপরই এই জুটি ৬-৪, ৬-৪ গেমে জিতে শিরোপা উচ্ছ্বাসে মেতে ওঠেন। হোবার্ট ইন্টারন্যাশনালের শিরোপা জেতার মধ্যে সানিয়া অন্য প্রতিযোগীদের অস্ট্রেলিয়া ওপেনের আগে দিলেন আগাম বার্তা। এবার নিয়ে এই তারকা ৪২তম ডবিস্নউটিএর ডাবসের শিরোপা নিজের করে নিয়েছেন। এর আগে ২০০৭ সালে আমেরিকান বেথনি ম্যাটেকের সঙ্গে জুটি বেঁধে ডবিস্নউটিএর ডাবসের প্রথম শিরোপা জিতেছিলেন ভারতের এই টেনিস সেনশেসন সানিয়া মির্জা। এক সময় বিশ্ব টেনিসের ডাবলসেরর্ যাংকিংয়ের টানা ৯১ সপ্তাহ শীর্ষ স্থান দখলে রেখেছিলেন সানিয়া। ৩৩ বছরের ভারতীয় এই টেনিস তারকা প্রায় দুই বছর পর আন্তর্জাতিক টেনিস সার্কিটের বাইরে থেকেও অপ্রতিরোধ্যভাবে ফিরে এসেছেন। সব কিছু ঠিক থাকলে এ মাসেই বছরের প্রথম গ্র্যান্ড স্স্নাম অস্ট্রেলিয়ান ওপেনেও খেলবেন তিনি।