আবারও হোঁচট ম্যানসিটি-আর্সেনালের

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হার চোখ রাঙাচ্ছিল। কিন্তু পাঁচ মিনিটের ব্যবধানে সার্জিও আগুয়েরো দুই গোল করে দারুণ এক জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলে ম্যানচেস্টার সিটির। তবে শেষ রক্ষা হয়নি তাদের। কারণ নির্ধারিত সময়ের শেষ মিনিটের ফর্নান্দিনহোর আত্মঘাতী গোলে মিলল না সেই জয়ের দেখা। ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ২-২ গোলে ড্র করে আবারও হোঁচট খেল ম্যানসিটি। রাতের আরেক ম্যাচে শেষ মুহূর্তের গোলে নিউক্যাসলের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরেছে চেলসি। আর শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে আবারও পয়েন্ট নষ্ট করেছে আর্সেনাল। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করে স্বাগতিকরা। দ্বিতীয় মিনিটে এগিয়ে যেতে পারত ম্যানসিটি। বাঁজামাঁ মাঁদির দারুণ ক্রসে মাথা ছোঁয়াতে পারেননি অরক্ষিত রাহিম স্টারলিং। তাইতো শুরু থেকে শেষ পর্যন্ত দুর্ভাগ্য তাড়া করেছে সিটিজেনদের। নয়তো ১৪ মিনিটে কেভিন ডি ব্রম্নইনের ফ্রি কিক বাঁক খেয়ে জালে ঢোকার মুহূর্তে ক্রসবারে কেন আঘাত করবে? প্রথমার্ধের শেষ দিকে বক্সের মাঝখান থেকে বার্নার্ডো সিলভার শট চমৎকারভাবে ক্রসবারের ওপর দিয়ে পাঠান ভিসেস্তে গুয়াইতা। এর আগেই এগিয়ে যায় ক্রিস্টাল। ৩৯ মিনিটে কর্নার থেকে ছুটে আসা বল হেড করেন গ্যারি কাহিল। অরক্ষিত চেঙ্ক তোসুন সহজে অ্যান্ডারসনকে পরাস্ত করেন। বিরতির পর আগুয়েরো ও সিলভা অল্পের জন্য বল পাননি। ৫২ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ডের শট কাহিল বস্নক করলে ফিরতি শট নেন সিলভা। তাকে দুর্দান্ত সেভে ব্যর্থ করেন গুয়াইতা। কিছুক্ষণ পর অ্যান্ডারসন অতিথিদের ব্যবধান দ্বিগুণ হতে দেননি। তোসুনের শট দুহাতে আটকান ম্যানসিটি গোলকিপার। আবারও দুর্ভাগ্যের শিকার হয় ম্যানসিটি ৭১ মিনিটে। রহিম স্টারলিংয়ের ক্রস রিডেওয়াল্ডের গায়ে লাগলে পেনাল্টির জোরালো আবেদন জানায় স্বাগতিকরা। হ্যান্ডবল সন্দেহে রেফারি ভিআরএও দেখেন, কিন্তু বল হাতে লাগলেও সবাইকে অবাক করে পেনাল্টির আবেদন নাকচ করেন। আশাহত হয়েও ম্যানসিটি থেমে থাকেনি। ৮২ মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের নিখুঁত ক্রস থেকে সমতা ফেরান আগুয়েরো। ৫ মিনিটের ব্যবধানে সিটিজেনদের এগিয়ে দেন তিনি। বেঞ্জামিন মেন্ডির ক্রস থেকে মাপা হেডে গোল করেন আগুয়েরো। তবে দুর্দান্ত জয়ের উদযাপনে মেতে ওঠার অপেক্ষায় ছিল গ্যালারির দর্শকরা। কিন্তু তাদের বিস্মিত করে ৯০ মিনিটে উইলফ্রাইড জাহার নৈপুণ্যে সমতা ফেরায় ক্রিস্টাল। রদ্রি ও স্টোন্সকে পেছনে ফেলে বক্সের দিকে ছুটতে থাকেন জাহা। তার শট ফার্নান্দিনহো ঠেকাতে গিয়ে নিজেদের জালেই জড়ান। আর এই ড্রয়ে ২৩ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়েই রইল ম্যানসিটি। দুই ম্যাচ কম খেলা লিভারপুল ৬১ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। এদিকে একই রাতে প্রিমিয়ার লিগে আর্সেনাল ও টটেনহাম হটস্পার নিজেদের ম্যাচে ড্র করেছে। আর এগিয়ে থাকা আর্সেনালকে ১-১ গোলে রুখে দেয় শেফিল্ড ইউনাইটেড। ওয়াটফোর্ডের মাঠে গোলশূন্য ড্র করেছে টটেনহাম। ২৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে তারা। তাদের চেয়ে ২ পয়েন্ট কমে দশে আর্সেনাল (২৯)। আর নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে শেষ মুহূর্তে গোল খেয়ে ১-০ ব্যবধানে হার নিয়ে মাঠ ছেড়েছে ফ্র্যাঙ্ক ল্যাম্পাডের দল চেলসি। এই হারে ২৩ ম্যাচ থেকে ৩৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে তারা।