শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে সমীহ করছেন পাকিস্তানি ব্যাটসম্যান

ক্রীড়া ডেস্ক
  ২০ জানুয়ারি ২০২০, ০০:০০

আগামী ২২ জানুয়ারি তিন ম্যাচ টি২০ সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ দল। এই সিরিজের জন্য প্রথমবারের মতো পাকিস্তান জাতীয় দলে ডাক পেয়েছেন আহসান আলী। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান স্কোয়াডে সুযোগ পেয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এই ব্যাটসম্যান জানিয়েছেন, বাংলাদেশ দলকে সমীহ করার কথা।

জানিয়েছেন জাতীয় দলে সুযোগ পাওয়া তার জন্য স্বপ্নের মতো, 'নাম ঘোষণার আগের রাত থেকে ঘুম হচ্ছিল না। সুযোগ পাওয়ার পরের অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না।'

প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ কতটা কঠিন? এমন প্রশ্নের জবাবে সফরকারী অধিনায়ক বাংলাদেশকে সমীহ করলেন এই তরুণ ব্যাটসম্যান, 'বাংলাদেশ অবশ্যই কঠিন প্রতিপক্ষ। দলে রয়েছেন মাহমুদউলস্নাহ রিয়াদের মতো ব্যাটসম্যান। বিশ্ব ক্রিকেটের অন্যতম মেধাবী ব্যাটসম্যান তিনি। দিনের পর দিন বিশ্বমানের দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে দলটি। তাই আমি মনে করি তাদের বিপক্ষে খেলাটা কঠিন হবে।'

করাচির এই ব্যাটসম্যান জানাচ্ছেন, ভারতের তারকা ওপেনার রোহিত শর্মা তার সবচেয়ে প্রিয়। যদিও সময়ের সবচেয়ে সেরা ব্যাটসম্যান পাকিস্তান টি২০ দলের অধিনায়ক বাবর আজম, 'পাকিস্তানের অধিনায়কের সঙ্গে খেলতে পারাটা হবে সৌভাগ্যের। তার পাশে থাকলে নিজের জন্য অনেক কিছু শিখতে পারবো।'

জানুয়ারির ২৪, ২৫ ও ২৭ তারিখ ছোট ফরম্যাটের তিনটি ম্যাচ বসবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচ খেলা এই ওপেনারের গড় ২৭.৮৫। ১ হাজার ১১৪ রানের পাশাপাশি রয়েছে তিনটি শতক। ৩৮টি লিস্ট 'এ' ম্যাচে অংশ নিয়ে ১ হাজার ৪৫ রান করেছেন। একটি শতক ও চারটি অর্ধশতকে গড় ২৮.২৪। অন্যদিকে ৪১টি স্বীকৃত টি২০ ম্যাচে ২৩.৭২ গড়ে মোট রান ৯৪৯। ২৬ বছর বয়সি এই ব্যাটসম্যানের রয়েছে পাঁচটি অর্ধশতকও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<85175 and publish = 1 order by id desc limit 3' at line 1