টাইগারদের নিরাপত্তায় ১০ হাজার পুলিশ

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
পাকিস্তান সফরের নিরাপত্তা ইসু্য নিয়ে বিসিবি বেশি উচ্চবাচ্য করেনি ঠিকই, সবসময়ই বলে এসেছে দীর্ঘ সময় দেশটিতে থাকতে চায় না বাংলাদেশ। কারণটা যে ওই নিরাপত্তাই, না বোঝার কথা নয় কারও। ঘরের মাঠে একযুগের আন্তর্জাতিক ক্রিকেট স্থবিরতা সচল করার চেষ্টায় থাকা পিসিবি সেটা ভালো করেই জানে। চেষ্টার ত্রম্নটি রাখছে না তারাও! সূচি ঠিক হয়ে যাওয়ার পর টাইগারদের জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থার কথা সামনে আনছে দেশটির সংবাদমাধ্যম। বাংলাদেশ দলকে নিরাপত্তার প্রস্তুতি সভার একটি খবর প্রকাশ করেছে পাকিস্তানের দৈনিক বিজনেস রেকর্ডার। শনিবার পাঞ্জাবের আইনমন্ত্রী মুহাম্মদ রাজা বাশারাত টাইগারদের নিরাপত্তা জোরদারের জন্য কর্তৃপক্ষের সঙ্গে এক জরুরি বৈঠক করেন। দেশটির নিরাপত্তাবিষয়ক সরকারি কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষকর্তাদের বৈঠকের বরাতে পত্রিকাটি বলছে, সিরিজ নির্বিঘ্নে করতে ১০ হাজারেরও বেশি পুলিশ সদস্য থাকবে অন্যান্য বিশেষ নিরাপত্তা টিমের সাথে। সফরজুড়ে বাংলাদেশ দলের জন্য বিশেষ নিরাপত্তা পরিকল্পনা রাখছে দেশটির সরকার। খেলোয়াড়দের হোটেল, মাঠ, অনুশীলন, চলাচলের রাস্তা থাকবে কড়াকড়ির আওতায়। নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হবে পুরোটা সময়। পুলিশের পাশাপাশি সেনা কমান্ডো, রেঞ্জার্স টিমের সদস্যরা নিয়োজিত থাকবে। যেকোনো জরুরি অবস্থায় সাড়া দেয়ার জন্য ১৯ জনের বিশেষ ফোর্স টিম, সেনা কমান্ডো এবং রেঞ্জার্স টিমের সদস্যরা। রাওয়ালপিন্ডি টেস্টের নিরাপত্তায় থাকবে ৪ হাজারের বেশি পুলিশ, সেনা ব্যাটালিয়ন ও রেঞ্জার্স উইং। ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় থাকবে ক্রিকেটারদের বিচরণের পুরোটা ক্ষেত্র।