পাকিস্তানে হচ্ছে না এশিয়া কাপ

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
চলতি বছরের পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপের এ আসর। কিন্তু শেষ পর্যন্ত তা পাকিস্তানের মাঠে গড়াচ্ছে না। ভারতের আপত্তির কারণে পাকিস্তান থেকে টুর্নামেন্ট সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। অস্ট্রেলিয়ায় এ বছরের অক্টোবরে অনুষ্ঠিতব্য টি২০ বিশ্বকাপের এক মাস আগে এশিয়া কাপ মাঠে গড়ানোর কথা। টি২০ ফরম্যাটের এবারের এশিয়া কাপে অংশ নেবে ৬টি দল। পাকিস্তানের এই টুর্নামেন্ট আয়োজনের বিরুদ্ধে শুরু থেকেই অবস্থান নেয় ভারত। এসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলার ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সরাসরি না বলে দিয়েছিল। পাকিস্তান থেকে এশিয়া কাপ অন্যত্র না সরালে টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেয় ভারত। আর সে কারণেই পাকিস্তান থেকে টুর্নামেন্ট সরিয়ে নেয়া হচ্ছে।