সেমিফাইনালে খেলার আশা জামালের

ফোলা কমে গেছে অনেকটাই। ফিজিও বলেছিলেন বিশ্রাম নিতে। নিয়েছি। আজ (সোমবার) দৌড়েছি। কাল (মঙ্গলবার) থেকে ট্রেনিং শুরু করব। আশা করি, বুরুন্ডির বিপক্ষে সেমিফাইনাল খেলতে পারব -জামাল ভূঁইয়া

প্রকাশ | ২১ জানুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
সুখবরই দিলেন জামাল ভূঁইয়া। ফিলিস্তিন ম্যাচে পাওয়া চোট কাটিয়ে উঠছেন। শুরু করেছেন দৌড়াদৌড়ি। মঙ্গলবার থেকে শুরু করবেন অনুশীলন। পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, বুরুন্ডির বিপক্ষে সেমিফাইনাল খেলতে কোনো সমস্যা হবে না বলে গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটের কাছে হার মেনে জামাল খেলতে পারেননি শ্রীলংকার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে। মতিন মিয়া ও মোহাম্মদ ইব্রাহিমের নৈপুণ্যে সে লড়াই ৩-০ গোলে জিতেছে বাংলাদেশ। উঠেছে বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার 'বি' গ্রম্নপের চ্যাম্পিয়ন বুরুন্ডির মুখোমুখি হবে বাংলাদেশ দল। টুর্নামেন্টে এ পর্যন্ত সবচেয়ে বেশি গোল (৭টি) দেওয়া দল বুরুন্ডি। সেমিফাইনালে বাংলাদেশের জন্য তাই অপেক্ষা করছে আরেক কঠিন চ্যালেঞ্জ। এ লড়াইয়ে মাঠে থাকতে চান জামাল, 'ফোলা কমে গেছে অনেকটাই। ফিজিও বলেছিলেন বিশ্রাম নিতে। নিয়েছি। আজ (সোমবার) দৌড়েছি। কাল (মঙ্গলবার) থেকে ট্রেনিং শুরু করব। আশা করি, বুরুন্ডির বিপক্ষে সেমিফাইনাল খেলতে পারব।' শ্রীলংকা ম্যাচের জয়ে দলের আত্মবিশ্বাস বেড়েছে কিন্তু নির্ভরযোগ্য ডিফেন্ডার তপু বর্মনকে কার্ডের কারণে সেমিফাইনালে না পাওয়া নিয়েও জানালেন দুশ্চিন্তার কথা, শ্রীলংকার বিপক্ষে জিতে দলের আত্মবিশ্বাস বেড়েছে। কিন্তু তপুকে সেমিফাইনালে না পাওয়া দলের জন্য ধাক্কা। সে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ও কেন দ্বিতীয় হলুদ কার্ড পেল বুঝলাম না। দেখা যাক, কোচ আছেন, তিনি এই দিকগুলো দেখবেন।' তপু বর্মনের অনুপস্থিতির পাশাপাশি ফিটনেস নিয়ে যত দুর্ভাবনা বাংলাদেশের। শ্রীলংকার বিপক্ষে জয়টি আপাত স্বস্তি দিয়েছে জেমি ডে'কে। কিন্তু বাংলাদেশ কোচের দুর্ভাবনার শেষ নেই। বুরুন্ডির বিপক্ষে সেমিফাইনালের আগে চোট আর কার্ডের ধাক্কায় যে জেরবার অবস্থা! দলে চোট হানা দিয়েছে অনেক আগে থেকে। নাবীব নেওয়াজ জীবন ও টুটুল হোসেন বাদশা অসুস্থতার কারণে ক্যাম্পে যোগ দিতে পারেননি। ক্যাম্প শুরুর পর ফ্লুতে আক্রান্ত হয়ে ছিটকে গেছেন নির্ভরযোগ্য ডিফেন্ডার ইয়াসিন খান ও গোলরক্ষক শহীদুল আলম সোহেল। চোট জর্জর দল নিয়ে দুশ্চিন্তায় জেমি ডে বলেছেন, 'শ্রীলংকার বিপক্ষে জয়টা সাদামাটাভাবে উদযাপন করেছি আমরা। আমাদের দৃষ্টি এখন পরের ম্যাচের দিকে (বুরুন্ডির বিপক্ষে সেমিফাইনালে)। এ মুহূর্তে আমার সবচেয়ে বড় চিন্তার জায়গা সবাইকে ফিট এবং সুস্থভাবে পাওয়া।' গ্রম্নপ পর্ব শেষে সবচেয়ে বেশি গোল (৭টি) দেওয়া দল বুরুন্ডি। মরিশাসকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার পর সিশেলসের বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছিল তারা। বুরুন্ডি ম্যাচ নিয়ে তাই শিষ্যদের সতর্কও করে দিচ্ছেন ডে, শ্রীলংকার ম্যাচের জয় আমাদেরকে আরও আত্মবিশ্বাসী করবে। কেননা ফিলিস্তিন ম্যাচে আমরা ভালো খেলেছিলাম (কিন্তু হেরেছি) আর শ্রীলংকার বিপক্ষে ভালো খেলেছি এবং গোল পেয়েছি।' 'তবে বুরুন্ডি শারীরিকভাবে শক্তিশালী দল। এ ম্যাচটা আমাদের জন্য খুবই কঠিন অভিজ্ঞতা হবে। বিশেষ করে আমাদের ডিফেন্ডারদের জন্য। কিন্তু আমরা তাদের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছি।'