সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
সৌম্য-মিঠুনের ব্যাটে সিরিজ ‘এ’ দলের ক্রীড়া প্রতিবেদক মোহাম্মদ মিঠুনের ঝড়ো ব্যাটিংয়ের সঙ্গে সৌম্য সরকারের দারুণ সঙ্গ। সৌম্য (৪৭) অধর্শতকের কাছ থেকে ফিরলেও মিঠুন খেলে গেলেন ৮০ রানের ইনিংস। দুজনের এমন ব্যাটিংয়ে তৃতীয় ও শেষ টি২০ ম্যাচে ৬ উইকেটে আয়ারল্যান্ড ‘এ’ দলকে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল লাল-সবুজের প্রতিনিধিরা। বৃষ্টির কারণে শুক্রবার রাতে ম্যাচের দৈঘর্্য নেমে আসে ১৮ ওভারে। পোটার্রফিল্ড ও সিমির শতরানের জুটির ওপর ভর করে ৫ উইকেটে ১৮৩ রানের সংগ্রহ গড়ে আইরিশরা। ৭ বল বাকি থাকতে জয় পায় বাংলাদেশ ‘এ’ দল। ২৩ বলে পঞ্চাশ করেন মিঠুন। তার সঙ্গে সৌম্য সরকার গড়েন ১১৭ রানের উদ্বোধনী জুটি। এরপর দ্রæত ফিরে যান নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। শেষ দিকে আল আমিন জুনিয়র (২১*) ও মুমিনুল হক (১১*) দেখেশুনে ব্যাট করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। এর আগে টস জিতে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড ‘এ’ দলকে চাপে ফেলেন সাইফ। তার দাপুটে বোলিংয়ে ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। এরপর চতুথর্ উইকেটে ১১১ রান যোগ করেন পোটার্রফিল্ড ও সিমি। দ্বিতীয় স্পেলে ফিরে ৭৮ রান করা পোটার্রফিল্ডকে বিদায় করেন সাইফ। অপরাজিত ৬৭ রান করেন সিমি। সাইফ ২৮ রানে ৪ উইকেট নেন। শরিফুল নেন এক উইকেট। মেসিকে ছাড়াই আজেির্ন্টনা দল ক্রীড়া ডেস্ক বিষয়টা অনুমেয়ই ছিল, আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় আজেির্ন্টনার দুটি প্রীতি ম্যাচের দলে থাকছেন না লিওনেল মেসি। শেষ পযর্ন্ত হয়েছেও তাই, আজেির্ন্টনার ঘোষিত দলে নেই বিশ্বের অন্যতম সেরা এই ফরোয়াডর্। শুধু তাই নয়, দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের এই দলে নেই গঞ্জালো হিগুয়েন, সাজির্ও আগুয়েরো ও ডি মারিয়ার মতো ফুটবলাররাও। আগামী ৭ সেপ্টেম্বর লসঅ্যাঞ্জেলেসে গুয়াতেমালা এবং চারদিন পর নিউজাসিের্ত কলম্বিয়ার মুখোমুখি আজেির্ন্টনা। এই দুই ম্যাচের জন্য ২৯ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। আগামী মাসে যুক্তরাষ্ট্র এবং এল সালভাদরের বিপক্ষে দুটো প্রীতি ম্যাচের জন্য তারুণ্যনিভর্র দল ঘোষণা করেছে ব্রাজিল। কোচ তিতে দলে ডেকেছেন বাসেের্লানার আথার্র ও ম্যানচেস্টার ইউনাইটেডের আন্দ্রেয়াস পেরেইরাকে। আজেির্ন্টনা দল : গোলরক্ষক- ফ্রাঙ্কো আরমানি, হেরোনিমো রুলি, সাজির্ও রোমেরো। ডিফেন্ডার- ফাব্রিসিও বুস্তোস, গাব্রিয়েল মাকাের্দা, হেমার্ন পেসেসইয়া, রামিরো ফুনেস মোরি, আলান ফ্রাঙ্কো, নিকোলাস তাগলিয়াফিকো, ওয়ালতার কান্নেমান, লিওনেল ডি প্লাসিদো, এদুয়াদোর্ সালভিও, মাকোর্স আকুনা। মিডফিল্ডার- লেয়ান্দ্রো পেরেদেস, সান্তিয়াগো আসকাসিবার, রদ্রিগো বাত্তাগলিয়া, গনসালো মাটিের্নস, জিওভানি লো সেলসো, ফ্রাঙ্কো সেরভি, মাক্সি মেসা, মাতিয়াস ভাগার্স, ফ্রাঙ্কো ভাসকেস, এক্সেকুয়েল পালাসিওস। ফরোয়াডর্- অ্যাঞ্জেল কোরেয়া, লাউতারো মাটিের্নজ, মাউরো ইকাদির্, জিওভান্নি সিমিওনে, ক্রিশ্চিয়ান পাভোন ও পাওলো দিবালা। ব্রাজিল দল : গোলরক্ষক- আলিসন, নেতো, হুগো। ডিফেন্ডার- দিদে, মারকুইনস, থিয়াগো সিলভা, ফিলিপে, আলেক্স সান্দ্রো, ফিলিপে লুইস, ফাবিয়ানো, ফগনার। মিডফিল্ডার-আন্দ্রেস পেরেইরা, ফ্রেড, আথার্র, ফিলিপে কুতিনহো, রেনাতো অগাস্তো, কাসেমিরো, লুকাস পাকেতা। ফরোয়াডর্- ডগলাস কস্তা, এভারটন, রবাতোর্ ফিরমিনো, নেইমার, পেদ্রো ও উইলিয়ান। সাফে খেলতে চান সুনীল ছেত্রী ক্রীড়া ডেস্ক ভারতীয় জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী বাংলাদেশের আসন্ন সাফ টুনাের্মন্টে খেলতে পারেন। ভারতের সবর্কালের অন্যতম সেরাদের একজন সুনীল ছেত্রী। দেশটি সাফ ফুটবলে নতুনদের খেলানোর কথা বলছে। ৩৪ বছর বয়সী সুনীল এই নতুনদের সঙ্গে খেলতে চান, ‘আমি খেলার ঘোষণা দিচ্ছি না। তবে মনে করি সাফে আমাকে পাওয়া যাবে।’ ‘সাফে তিন থেকে চারবার খেলতে পেরে আমি ভাগ্যবান। এখনই চূড়ান্ত কিছু বলছি না। কিন্তু কোচের সঙ্গে আলাপ করেছি। তিনি বলেছেন, নতুনদের তুলে আনতে চান। বিষয়টা খুব ভালো হবে।’ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত সাতবার সাফের শিরোপা জিতেছে। তৃতীয়বারের মতো বাংলাদেশ সেপ্টেম্বরের ৪-১৫ তারিখে এই টুনাের্মন্ট আয়োজন করবে।