শুভ সূচনার আশায় রিয়াল

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
মৌসুমের প্রারম্ভেই হার, নগর প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদের হাতে উয়েফা সুপার কাপের ট্রফিটা ছেড়ে দিতে হলো রিয়াল মাদ্রিদকে। তবে জয় দিয়ে লা লিগা শুরু করতে দৃঢ় প্রতিজ্ঞ হুলেন লোপেতেগির শিষ্যরা। আজ ঘরের মাঠ সান্তিয়াগো বানার্ব্যুতে সেই লক্ষ্য নিয়েই গেটাফের বিপক্ষে নামছে দলটি। এই ম্যাচের মধ্য দিয়ে লা লিগার ক্রিশ্চিয়ানো রোনালদো-পরবতীর্ যুগে প্রবেশ করতে যাচ্ছে রিয়াল। আজ বানার্ব্যুর দশর্করা নিশ্চয়ই অনেক মিস করবে তাদের ক্লাব লিজেন্ডকে! অবশ্য অধিনায়ক সাজির্ও রামোস ইতোমধ্যেই জানিয়েছেন, সাবেক সতীথের্র অভাব বোধ করবেন না তারা। জিনেদিন জিদানের আসনে বসা নতুন কোচ লোপেতেগিও চ্যালেঞ্জ নিয়েছেন রোনানলদোহীন রিয়ালকে আরও শক্তিশালী করে গড়ে তোলার। সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপিয়ান আসরে লস বøাঙ্কোসদের সাফল্য অন্যসব দলের চেয়ে উধ্বের্। গত আট বছরে চারবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে তারা। তবে এই সময়ে মাত্র দু’বার লা লিগার ট্রফিটা জিততে পেরেছে দলটি। তাদের চিরশত্রæ বাসেের্লানা পঁাচবার আর নগর প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ জিতেছে একবার। ২০১১-১২ মৌসুমে হোসে মরিনহোর পর টানা চার বছর কোনো লিগ শিরোপা জেতেনি রিয়াল। জিদানের অধীনে ২০১৬-১৭ মৌসুমে আক্ষেপটা ঘুচায় লস-বøাঙ্কোসরা। তবে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারেনি, গতবার তাদের কাছ থেকে শিরোপা কেড়ে নেয় বাসার্। কাজেই লোপেতেগির অন্যতম চ্যালেঞ্জ হল রিয়ালের লিগ শ্রেষ্ঠত্ব ফিরিয়ে আনা। অবশ্য তিনি নিজেই সেটা জানিয়েছেন। এই লক্ষ্যকে সামনে রেখেই আজ নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা। শুরুতে অবশ্য বড় কোনো পরীক্ষা দিতে হচ্ছে না রিয়ালকে। নগর প্রতিপক্ষ গেটাফের বিপক্ষে আগের ৯ দেখায় সবকটিতেই জিতেছে লস-বøাঙ্কোসরা। গোল দিয়েছে ৩৫টি! তবে জানিয়ে রাখা ভালো, ওই ৩৫ গোলের মধ্যে ২৩টিই ছিল রোনালদোর। গেটাফের বিপক্ষে আজ জিতলে টানা ডাবির্ জয়ের রেকডর্ গড়ে ফেলবে রিয়াল। তবে অষ্টম হয়ে গত মৌসুম শেষ করা গেটাফের রক্ষণ বেশ শক্তপোক্ত। গতবার মাত্র ৩৩ গোল হজম করেছিল তারা। কেবল বাসেের্লানা আর অ্যাটলেটিকো মাদ্রিদই তাদের চেয়ে ভালো ছিল। আর পরিসংখ্যান বলে লা লিগায় রিয়ালের প্রথম ম্যাচটা প্রায়শই লো-স্কোরিং হয়। এবারও তেমন হবে কিনা তা সময় বলবে। তবে উয়েফা সুপার কাপে অ্যাটলেটিকোর কাছে ৪-২ ব্যবধানে হারের পর একাদশে কিছু পরিবতর্ন এনে মাঠে নামতে পারে রিয়াল। গোলপোস্টে কেইলর নাভাসের জায়গা নিতে পারেন অভিষেকের অপেক্ষায় থাকা থিবো কতোর্য়া। সেরা একাদশে ফিরতে পারেন লুকা মদ্রিচও। লা লিগার অফিশিয়াল পেজ কিংবা রিয়াল মাদ্রিদের অফিশিয়াল পেজে দেখতে পারবেন ম্যাচটি। অপর ম্যাচে রায়ো ভায়োকানোর মোকাবেলা করবে সেভিয়া।