অসুস্থ হয়ে হাসপাতালে কায়সার হামিদ

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভতির্ হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। বুকে ও পেটে হঠাৎ ব্যথা অনুভব করায় শুক্রবার সন্ধ্যায় মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভতির্ করা হয় তাকে। কায়সার হামিদের ব্যক্তিগত ফেসবুক ওয়ালে এক পোস্টের মাধ্যমে হঠাৎ অসুস্থতা ও হাসপাতালে ভতির্র বিষয়টি জানিয়েছে তার পরিবার। শুক্রবার সন্ধ্যার দিকে হঠাৎই বুকে ও পেটে ব্যথা অনুভব করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই দেশবরেণ্য ডিফেন্ডার। দ্রæতই তাকে হাসপাতালে নেয়া হয়। মোহামেডান স্পোটির্ং ক্লাবের সাবেক অধিনায়ক দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। খেলোয়াড়ি জীবনে দীঘর্ এক যুগেরও বেশি সময় জাতীয় দলে খেলেছেন কায়সার হামিদ। ঢাকার ক্লাব পযাের্য় মোহামেডানের হয়ে লিগ জিতেছেন ৫ বার। ১৯৮৬, ১৯৮৭, ১৯৮৮, ১৯৯৩ ও ১৯৯৬ সালে। জাতীয় দলের হয়ে গুরুত্বপূণর্ অবদান রাখায় ৫৪ বছর বয়সী কায়সার হামিদ জিতেছেন জাতীয় পুরস্কারও।