মান বাড়বে জাতীয় লিগের!

জাতীয় লিগের মানটা আমরা বাড়াতে চাচ্ছি। টেস্ট ক্রিকেটে যদি আমরা ভালো ফল চাই তাহলে প্রথম শ্রেণিরটা প্রতিযোগিতা আনতে হবে। আশা করি এই বছর থেকে প্রতিযোগিতামূলক করতে পারব

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ওয়ানডে এবং টি২০ ফরম্যাটে বাংলাদেশের সা¤প্রতিক পারফরম্যান্স যতটা আশানুরূপ, ঠিক তার উল্টো চিত্র টেস্ট ক্রিকেটে। সেটা হোক দেশে কিংবা দেশের বাইরে। গেল বছরের মাচের্ শ্রীলংকা সফরে শততম টেস্ট সিরিজের জয়টি বাদ দিলে বিদেশে বাংলাদেশ কবে এত ভালো খেলেছিল তার উত্তর খেঁাজা দায় হয়ে পড়বে। টেস্ট ক্রিকেটে ভালো করতে হলে দেশের ঘরোয়া ক্রিকেটের মান বাড়াতে হবে। এখন সেদিকেই নজর দিতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোডর্। তাই বাড়তি গুরুত্ব পাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ। জাতীয় দলের প্রধান নিবার্চক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, চলতি বছরের অক্টোবরে শুরু হতে যাওয়া এবারের জাতীয় লিগের মান বাড়বে। বছরের শুরুতে শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে বাংলাদেশ দল ভালো কিছু করে দেখাতে পারেনি। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে ড্র করলেও দ্বিতীয়টি হেরেছিল ২১৫ রানের বড় ব্যবধানে। অথচ এই দলটিই নিজেদের মাটিতে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে কী নাকানি চুবানিটাই না খাইয়েছিল। ওই দুটো সিরিজ বাংলাদেশের ক্রিকেট পুরনো অংশেরই হয়ে গেছে। শ্রীলংকা সেখানে মুদ্রার উল্টো পিঠ দেখিয়ে গেছে। সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ তো ছিল ভুলে যাওয়ার মতো। মানে দিন যত গড়াচ্ছে টাইগারদের টেস্টের পারফরম্যান্স যেন অন্ধকার গহŸরে হারিয়ে যাচ্ছে। বলার অপেক্ষা রাখছে না সাদা পোশাকে লাল সবুজের দলকে সেই গহŸর থেকে বের করে আনার পথ দেখাচ্ছে বিসিবি। যেখানে জাতীয় ক্রিকেট লিগ বা এনসিএলই এই যাত্রায় তাদের প্রথম পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে। বাংলাদেশে ক্রিকেটের প্রধান নিবার্চক মিনহাজুল আবেদীন নান্নুর মতে জাতীয় ক্রিকেট লিগে প্রতিযোগিতা বাড়ালেই টেস্ট ক্রিকেটে টাইগারদের এমন দৈন্যদশা দূর হবে। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শনিবার এক বৈঠক শেষে জাতীয় লিগের ব্যাপারে নতুন উদ্যোগ নেয়ার কথা জানান মিনহাজুল, ‘আমরা একটা মিটিং করেছি। আমাদের প্রথম শ্রেণির অনেক বেতনভুক্ত খেলোয়াড় আছে। প্রথম শ্রেণির (ভালো করার) একটা ক্রাইটেরিয়া ফিটনেস নিয়ে আমরা আলোচনা করেছি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে ফিটনেস নিয়ে কাজ শুরু হবে। যাতে জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে বাকি খেলোয়াড়দের ফিটনেস লেভেল একইরকম রাখা যায়। ফিটনেস ট্রেনার যারা আছে কাজ করবে। কারণ এইচপিতেও এবার অনেকে ইনজুরিতে পড়েছে। সেসব মাথায় রেখে আমরা এই পদক্ষেপ নিচ্ছি। এক মাস আগে থেকে ফিটনেস ট্রেনিং কোসর্ শুরু করছি। ’ দেশের সবচেয়ে বড় প্রথম শ্রেণির টুনাের্মন্ট জাতীয় ক্রিকেট লিগ। আট দলের টুনাের্মন্টের বেশিরভাগ ম্যাচই হয় ম্যাড়ম্যাড়ে। দলগুলোর মধ্যে থাকে না জেতার তাড়না। এই নিয়ে বিস্তর সমালোচনার পর এবার কিছুটা প্রতিযোগিতামূলক লিগ করার কথা শুনিয়েছেন প্রধান নিবার্চক, ‘এটা নিয়ে কাজ করছি। টুনাের্মন্ট শুরুর দুই থেকে তিন সপ্তাহে আগে থেকে কাজ শুরু করব। জাতীয় লিগের মানটা আমরা বাড়াতে চাচ্ছি। টেস্ট ক্রিকেটে যদি আমরা ভালো ফল চাই তাহলে প্রথম শ্রেণিরটা প্রতিযোগিতা আনতে হবে। আশা করি এই বছর থেকে প্রতিযোগিতামূলক করতে পারব।’