মন্থর টেস্টে ভালোই করছে জিম্বাবুয়ে

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
প্রথম দিন ৮৪ ওভারে উঠেছিল ১৮৯ রান, আর সোমবার ৭৮ ওভারে ২১১। রানের গতি কিছুটা বাড়লেও একজন ক্রিকেট-ভক্তের জন্য ছিল ভীষণ বিরক্তিকর। হারারে টেস্টে ধীরগতির ক্রিকেটের প্রদর্শনী চলছেই। জিম্বাবুয়েকে ৩৫৮ রানে অলআউট করে শ্রীলংকা দ্বিতীয় দিন শেষ করেছে ১ উইকেটে ৪২ রানে। আলোর স্বল্পতায় প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও খেলার সমাপ্তি ঘটেছে আগেই। নিষেধাজ্ঞার কারণে সোয়া বছর টেস্ট ক্রিকেটের বাইরে থাকা জিম্বাবুয়ে দ্বিতীয় দিনের শুরুতেই হারিয়েছে ব্রেন্ডন টেলরকে (২১)। স্বাগতিকদের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান আজ ৮ রানের বেশি করতে পারেননি। তবে আরেক অপরাজিত ক্রেগ আরভিন সফল। সর্বোচ্চ ৮৫ রান এসেছে তার ব্যাট থেকে। সিকান্দার রাজাও খেলেছেন ৪১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। কিন্তু সবাইকে অবাক করেছেন ডোনাল্ড তিরিপানো। টেল এন্ডারদের নিয়ে লড়াই করে অপরাজিত ছিলেন ৪৪ রানে। টেস্টে তিরিপানোর সর্বোচ্চ অপরাজিত ৪৯। দ্বিতীয় দিনে মনে হচ্ছিল প্রথম ফিফটি পেয়েই যাচ্ছেন। কিন্তু সঙ্গীর অভাবে এবারও পারেননি। বাঁহাতি স্পিনে ৫ উইকেট নিলেও লাসিথ এম্বুলদেনিয়ার খরচ ১১৪ রান। টেস্টে এটা তার দ্বিতীয়বার ৫ উইকেট শিকার।