ওয়ান্ডারার্সেই ডু পেস্নসিসের শেষ হোম টেস্ট?

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু পেস্নসিসের বয়স হয়ে গেছে ৩৫। সাম্প্রতিক ফর্ম, বয়স আর প্রোটিয়া দলের পালা বদলে তাকে নিয়ে এখন একটা বিষয়ই চর্চিত হচ্ছে সবচেয়ে বেশি- হয়তো বিদায় বলে দিচ্ছেন তিনি! দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ইঙ্গিত দিয়েছেন তেমন সম্ভাবনারই। তবে সেটা হয়তো হতে পারে টেস্টে। ওয়ান্ডারার্সে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টটাই হতে পারে ডু পেস্নসিসের শেষ হোম টেস্ট! ফাফ ডু পেস্নসিসের সাম্প্রতিক ফর্মই বলে দেয় কেন এমন ভাবনায় নিমজ্জিত তিনি। শেষ আট টেস্টের সাতটিতেই হেরেছে তার দল। এমনকি এক বছরেরও বেশি সময় ধরে নেই কোনো সেঞ্চুরি। অক্টোবরের পর শেষ ১২ ইনিংসে গড়ে তার সংগ্রহ ২১.২৫। আবার টি২০ বিশ্বকাপের আগে শীতকালে খুব বেশি টেস্টও খেলবে না তারা। ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলবে দুটি টেস্ট। হয়তো এই টেস্ট সিরিজেই বেজে যেতে পারে বিদায়ের সুর। ডু পেস্নসিস তেমন ইঙ্গিত দিয়ে বলেছেন, 'হঁ্যা, অবশ্যই। এটাই সম্ভাবনা। আবেগের বশবর্তী হয়ে বা দল যে অবস্থায় আছে এর ভিত্তিতে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আমি শুধু শক্ত একজন নেতা হয়েই দিক নির্দেশনা দিতে চাই।