শারাপোভার বিদায়

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ান ওপেনে ক্রোয়েশিয়ান ডোনাভেকিচের কাছে হারের পর শুভেচ্ছা বিনিমিয় করছেন মারিয়া শারাপোভা -ওয়েবসাইট
বাকি দুই ফেবারিটের মতো অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছতে কোনোরকম সমস্যা হয়নি রাফায়েল নাদালের। বলিভিয়ার হুগো দেলিয়েনকে সহজেই সরাসরি সেটে হারিয়েছেন প্রথম রাউন্ডে। নাদাল সহজেই প্রথম রাউন্ডের বাধা পার হলেও নারী এককের প্রথম রাউন্ডের অঘটনের শিকার হয়েছেন মারিয়া শারাপোভা। বিশেষ করে টেনিস কোর্টে একের পর এক ব্যর্থতায় ভীষণ হতাশ হয়ে পড়েছেন রুশ তারকা। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়ার পর নিজ ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিয়তাও প্রকাশ করেছেন তিনি। বলিভিয়ার খেলোয়াড় হুগো দেলিয়েনকে সরাসরি সেটে (৬-২, ৬-৩, ৬-০) হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন নাদাল। মেলবোর্নে ২০০৯ সালের চ্যাম্পিয়ন নাদালের প্রতিপক্ষ ছিলর্ যাংকিংয়ের ৭২তম খেলোয়াড়। গতবারের রানারআপকে পরীক্ষায় ফেলতে পারেননি দেলিয়েন। নাদাল জয় তুলে নিয়েছেন ৩-০ সেটে। রজার ফেদেরার যেখানে রেকর্ড ২১ গ্র্যান্ড স্স্নাম জেতার লড়াইয়ে আছেন, আর সেখানে তার রেকর্ডে ভাগ বসাতে লড়ছেন নাদাল। এমন শুরুতে নিজেও খুব খুশি ৩৩ বছর বয়সি এই স্প্যানিয়ার্ড, 'ব্যক্তিগতভাবে আমি শুরুটা কিন্তু দারুণ করেছি।'