বঙ্গবন্ধু গোল্ডকাপ

বাংলাদেশের সামনে বড় বাধা বুরুন্ডি

আজ বিকাল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে আফ্রিকার শক্তিধর দল বুরুন্ডির মুখোমুখি হবে লাল-সবুজরা

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের সামনে আবারও সেই সেমিফাইনালের বাধা। এবারও কি সেই বাধা জামাল ভূঁইয়ার দল অতিক্রম করতে পারবে। আজ বিকাল ৫টায় সেই প্রশ্নটির উত্তর মিলবে। বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে ওঠার লড়াইয়ের আগে বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এভাবেই ক্যামেরাবন্দি হয়েছেন দু'দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও টাম্বোয় আমিসি -বাফুফে
বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ। কিন্তু কখনোই এই টুর্নামেন্টের শিরোপা ছুঁয়ে দেখা হয়নি লাল-সবুজদের। মাত্র একবারই এই টুর্নামেন্টের ফাইনালে খেলেছে বাংলাদেশ। গত আসরেও সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল স্বাগতিকদের। আজ বিকাল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে আফ্রিকার শক্তিধর দল বুরুন্ডির মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জিতে আবারও ফাইনালে খেলার লক্ষ্য স্বাগতিক কোচ জেমি'ডের। অন্যদিকে বুরুন্ডিও চাইছে স্বাগতিকদের বিদায় দিয়ে ফাইনালে নাম লেখাতে। বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে বাংলাদেশ দলের কোচ জেমি ডে জানালেন প্রতিপক্ষ শক্তিধর হলেও জয়ের ব্যপারে আত্মবিশ্বাসী তার দল। এ প্রসঙ্গে জেমি বলেছেন, 'শ্রীলংকার বিপক্ষে আমরা ভালো খেলেছি। তিন গোল করলেও কোনো গোল হজম করিনি। জয়ের ব্যাপারে সবাই এখন বেশ আত্মবিশ্বাসী। গত দুই তিনদিন অনুশীলনও ভালো হয়েছে। সেমিফাইনাল ম্যাচটি আমাদের জন্য মোটেও সহজ ম্যাচ নয়। সেটা সবাই জানি। তাদের আক্রমণভাগ খুবই শক্তিশালী। শারীরিক দিক দিয়েও তারা শক্তিধর। তবে আমরাও তৈরি আছি। এখন শুধু সেমিফাইনালের দিকেই তাকিয়ে আমরা।' লাল কার্ডের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না দলের অন্যতম ডিফেন্ডার তপু বর্মণ। বুরুন্ডি আক্রমণাত্মক ফুটবল খেলে। এমন ম্যাচে তপু না থাকায় ম্যাচটা আরও কঠিন হয়ে গেছে বলে মনে করছেন বাংলাদেশ দলের কোচ। তবে তার বিকল্পও আছে জেমির কাছে। কিন্তু কাকে নামাবেন সেটা আগেই জানাচ্ছেন না এই ইংলিশ ম্যান। তপুর বিকল্প হিসেবে সুশান্ত, রাফি অথবা রায়হান যে কাউকে খেলাতে পারেন বলে জানান তিনি। এই টুর্নামেন্ট বাংলাদেশ দলের জন্য একটি বড় সুযোগ। কারণ এখানে জিততে পারলের্ যাংকিংয়েও উন্নতি হবে। এই সুযোগটা কাজে লাগাতে চায় বাংলাদেশ দল। কোচ জেমি ডে বলেন, 'ফাইনালে খেলার জন্য আমরা সর্বোচ্চটাই দিব। প্রতিটি দলই জিততে চায়, আমরাও চাই। এখানে ভালোমানের দল আছে। গত ১৮ মাসে আমরা একটা দল হয়ে খেলেছি। আসলে এই টুর্নামেন্টটি আমাদের জন্যর্ যাংকিং বাড়ানোর সুযোগ। তবে এমন দল হয়ে যদি খেলতে পারি, তাহলে শিরোপা জেতার ভালো একটা সুযোগ আমাদের সামনে আছে।' এই ম্যাচটি বাংলাদেশের জন্য 'ডু অর ডাই' ম্যাচ। কারণ হারলেই বিদায়। প্রতিপক্ষও সহজ নয়। তারা আক্রমণাত্মক ফুটবল খেলে। তাই এই ম্যাচ বাংলাদেশের রক্ষণভাগের জন্য একটি বড় পরীক্ষা। জেমির কথায়, 'ডিফেন্ডারদের জন্য এই ম্যাচ বড় চ্যালেঞ্জ। কারণ বুরুন্ডি দুই ম্যাচে ৭ গোল করেছে। আবার তাদের রক্ষণভাগ দুর্বল তাও বলা যাবে না। তবে আমরা যদি স্কোর করতে পারি তবে অবশ্যই জেতা সম্ভব।' দলীয় অধিনায়ক জামাল ভুঁইয়া বলেন, 'গত ম্যাচে শ্রীলংকার বিপক্ষে জয়ে দল আত্মবিশ্বাসী। কিন্তু শ্রীলংকা আর বুরুন্ডির বিপক্ষে খেলা এক কথা নয়। কারণ বুরুন্ডির আক্রমণভাগ অনেক শক্ত। ম্যাচটি অনেক কঠিন হবে। তবে আশা করি আমরা কাল (আজ) ম্যাচটা জিততে পারব।' র্ যাংকিয়ে বাংলাদেশ (১৮৭) থেকে ৩৬ ধাপ এগিয়ে বুরুন্ডি (১৫১)। তারপরও নিজেদের ঘরের মাটিতে তাদের বিপক্ষে জয় তুলে নিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের অধিনায়ক, র্'যাংকিংয়ে তারা আমাদের থেকে এগিয়ে। কিন্তু ফুটবলের্ যাংকিংই সব নয়। আমি চাই সেমিতে দর্শক আসুক। দর্শক না আসলে আমাদের খারাপ লাগে।' অন্যদিকে বুরুন্ডির কোচ জসলিন বিফুসাও আশাবাদী ফাইনালে খেলতে। তার কথায়, 'আমাদের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। বাংলাদেশ ভালো দল। তবে নিজেদের সেরাটা দিতে পারলে আমরাই ফাইনালে খেলব। এসব মানের টুর্নামেন্টে আমরা অনেকবার ফাইনাল খেলেছি। এটা আমাদের জন্য নতুন কিছু নয়। আশা করি এবারও পারব।' বুরুন্ডি শক্তিধর দল হলেও বাংলাদেশের নিজেদের ঘরে টুর্নামেন্ট। তাই স্বাগতিক দলের বিপক্ষে বাড়তি কোনো চাপ অনুভব করবে কিনা তারা। এমন প্রশ্নের জবাবে বুরুন্ডির কোচ বলেছেন, 'মোটেই না। আমরা অতীতেও হোমটিমের সঙ্গে অনেক ম্যাচ খেলেছি। স্বাগতিকদের কিভাবে ম্যানেজ করতে হয় তা আমাদের জানা আছে। আগের দুই ম্যাচে আমরা দুই ফরমেশনে খেলেছি। বাংলাদেশের বিপক্ষে ভিন্ন ফরমেশনে নামব। কারণ শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দেখে মনে হয়েছে তারা অনেক শক্তিধর দল।' দলীয় অধিনায়ক টাম্বোয় আমিসিও জানালেন জয়ের ব্যপারে আত্মবিশ্বাসী তার দল, 'সেমিফাইনালে ওঠাই প্রমাণ করে দুটি দলই শক্তিশালী। বাংলাদেশ ভালো দল। তাদের বিপক্ষে লড়াইটা সহজ হবে না। তবে ফাইনালে যাবার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।'