পাকিস্তান সফর

টাইগারদের ভাবনায় শুধুই ক্রিকেট

আমরা পারফরম্যান্স যেন যথাযথ করতে পারি ওখানে। এগুলো (নিরাপত্তা) নিয়ে আমরা মোটেও চিন্তিত নই, মনে হয় দলের কেউই এগুলো নিয়ে কোনোরকম চিন্তা করছে না। আমাদের অবশ্যই ভালো পারফরম্যান্স করতে হবে, এই দিকটাতেই সবার মনোযোগ রয়েছে -মাহমুদউলস্নাহ রিয়াদ

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিদেক
নিরাপত্তা ইসু্যতে ভেস্তে যেতে বসেছিল বাংলাদেশের নির্ধারিত পাকিস্তান সফর। আইসিসিতে ত্রিপক্ষীয় বৈঠকের পর সব দোলাচল কেটে গেছে। আর তাই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই সফর ঘিরে রাখছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বুধবার রাত ৮টায় রওনা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরে যাওয়ার আগে টাইগার টি২০ অধিনায়ক মাহমুদউলস্নাহ রিয়াদ জানালেন, এখন আর নিরাপত্তা নয়, ক্রিকেটারদের ভাবনায় শুধুই ক্রিকেট। সিরিজের সময় ক্রিকেট ছাড়া অন্যকিছু ভাবনায় থাকা উচিতও নয়! নিরাপত্তার বিষয়টি অন্যতম আলোচিত হয়ে থাকলে ব্যাট-বলের লড়াইয়ে মন দেয়া কঠিন হয়ে পড়ে। আবার দেশটা যখন পাকিস্তান, একযুগ পর যেখানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর জোর চেষ্টা চলছে, সাম্প্রতিক সময়ে সফর করেছে কয়েকটি দল, সেখানে ঘুরেফিরে নিরাপত্তার বিষয়টি আসবেই। পাকিস্তান সফরের সিদ্ধান্ত যখন নেয়া হয়েই গেছে, মাহমুদউলস্নাহ তখন বাকি সব ছেড়ে ক্রিকেটে মনোযোগ রাখার আবহ ছড়িয়ে দিলেন দলেন মাঝে। কেননা দিনশেষে পারফরম্যান্সটা থাকবে আগ্রহের কেন্দ্রবিন্দুতে, 'এই মুহূর্তে একটা কথা বলতে পারি, দলের অন্য সদস্যরা এই ব্যাপারে চিন্তিত নয়। সিদ্ধান্ত নেয়া হয়ে গেছে। আমরা শুধু খেলার কথাই চিন্তা করছি। কীভাবে ওখানে গিয়ে ভালো পারফর্ম করতে পারব এবং জিততে পারব- এসব বিষয় নিয়ে আমরা চিন্তিত।' বুধবার রাত ৮টায় ভাড়া করা বিমানের বিশেষ ফ্লাইটে তিন টি ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তান রওনা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। পৌঁছে এক দিনের প্রস্তুতি পর্ব সেরে নেমে পড়তে হবে খেলায়। নিজেদের সামর্থ্যের সবটুকু ঢেলে দেয়ার পরিকল্পনা সাজানোর সময়ও সামান্যই টাইগারদের। 'চিন্তা করতে হবে, আমরা পারফরম্যান্স যেন যথাযথ করতে পারি ওখানে। এগুলো (নিরাপত্তা) নিয়ে আমরা মোটেও চিন্তিত নই, মনে হয় দলের কেউই এগুলো নিয়ে কোনোরকম চিন্তা করছে না। আমাদের অবশ্যই ভালো পারফরম্যান্স করতে হবে, এই দিকটাতেই সবার মনোযোগ রয়েছে।' এদিকে বঙ্গবন্ধু বিপিএলে ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন মুশফিকুর রহিম। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার পাকিস্তান সফরে যাচ্ছেন না। তাইতো যেকোনো অধিনায়কেরই মুশফিককে না পাওয়া মানে বড় ঘাটতি। নিরাপত্তা শঙ্কায় পরিবারের সায় না পেয়ে মুশফিক পাকিস্তান সফরে না যাওয়ায় মিডল অর্ডারে তৈরি হওয়া ফাঁকা জায়গা পূরণে তাই বিশেষ চিন্তা করতে হচ্ছে বাংলাদেশ দলকে। ভারত সফরে গিয়ে দিলিস্নতে প্রথম টি২০তে চারে নেমে অপরাজিত ৬০ রানের ইনিংসে দলকে জেতান মুশফিক। বাকি দুই ম্যাচে মুশফিক নামেন পাঁচে। তবে পাননি রান। সদ্য শেষ হওয়া বিপিএলেও বেশির ভাগ ম্যাচে পাঁচে নেমেছিলেন তিনি। ১৫ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৪৯১ রান। মিডল অর্ডারে ম্যাচজয়ী মুশফিক না থাকায় এই জায়গা পুষিয়ে নিতে মাহমুদউলস্নাহকে নিতে হবে বড় দায়িত্ব। পাশাপাশি কম্বিনেশন ঠিক অনেকগুলো পরিবর্তনের আভাস দিয়েও রাখলেন বাংলাদেশ অধিনায়ক, 'আমার যত অভিজ্ঞতা আছে সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করব মিডল অর্ডারে। অনেক ব্যাটসম্যানই আছেন ভিন্ন ব্যাটিং অর্ডারে ব্যাটিং করা লাগতে পারে। আফিফ শেষ কয়েকটি সিরিজে মিডল অর্ডারে ব্যাটিং করেছেন। সে হয়তোবা টপ অর্ডারে দারুণ ব্যাটিং করেছেন বিপিএলে। অনেক টপ অর্ডার ব্যাটসম্যানকে লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করতে হতে পারে। এটা মানসিকভাবে মানিয়ে নেওয়াটা গুরুত্বপূর্ণ।' দুই ওপেনারের পর তিনের ভাবনায় আছেন আফিফ হোসেন। চারে মোহাম্মদ মিঠুন খেললেন, মুশফিকের পাঁচের জায়গা নিতে হবে মাহমুদউলস্নাহকে। সেক্ষেত্রে অলরাউন্ডার হিসেবে ছয়ে নেমে সৌম্য সরকারকে নিতে হতে পারে দ্রম্নত রান বাড়ানোর দায়িত্ব। নতুন এসব দায়িত্ব সবাই নিজের সেরাটা দিয়েই চেষ্টা করবেন বলে আশায় অধিনায়ক, 'অনুশীলন করাটা অনেক গুরুত্বপূর্ণ। দিনশেষে যার যত সুযোগ থাকে তারা যেন সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে। আপনি আপনার কৌশল, চেষ্টা কতটা দিচ্ছেন দলের জন্য এটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় কম বেশি সব খেলোয়াড়ই এটা জানেন।'