ঘাম ঝরানো জয়ে ফাইনালে ফিলিস্তিন

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া প্রতিবেদক বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আবারও নাম লিখিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন। বুধবার বিকালে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে তারা ১-০ গোলে হারায় আফ্রিকার দল সিশেলসকে। তবে সেই জয় পেতেই অনেক ঘাম ঝরাতে হয়েছে মধ্যপ্রাচ্যের দেশটিকে। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন। এবারের আসরে ৬ দলের মধ্যের্ যাংকিংয়ে তারাই সব থেকে এগিয়ে। তাই ফাইনালে আবারো নাম লেখাবে এই দলটি সেটি অনুমেয়ই ছিল। কিন্তু বুধবার সেমিফাইনালে তাদের বিপক্ষে দারুণ প্রতিরোধ গড়ে তুলের্ যাংকিংয়ে ৯৪ ধাপ পিছিয়ে থাকা দল সিশেলস। প্রথমার্ধে তারা গোলমুখই খুলতে দেয়নি ফিলিস্তিনকে। তবে নিজেরাও গোল আদায় করে নিতে পারেনি। তাই গোলশূন্য থেকেই বিশ্রামে গেছে দুই দল। ৪০ মিনিটে গোলের সহজ সুযোগ হাতছাড়া করেছে বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিনও। ডি বক্সের ভেতরে খালেদ সালেমের পাস থেকে বল পেয়ে বক্সের সামান্য বাইরে থেকে বা পায়ের শট নেন ফরোয়ার্ড লেইথ খারুব। কিন্তু গোলরক্ষক ইয়ান আহ-কং অসাধারণ দক্ষতায় গ্রিপে নেন। প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে দুটি সহজ গোলের সুযোগ কাজে লাগাতে পারলে এগিয়ে যেতে পারত সিশেলসই। ৭৬ মিনিটে ফিলিস্তিন ডিফেন্ডার আহমদ কাতমিসের নেয়া কর্নারে অধিনায়ক সামেহ মারাবার নেয়া হেড সাইড পোস্টের সামান্য বাইরে দিয়ে গেলে আবারও গোল বঞ্চিত হয় বর্তমান চ্যাম্পিয়নরা। তবে ৭৯ মিনিটে ঠিকই ম্যাচে লিড নেয় তারা। ডানপ্রান্ত থেকে মাহমুদ আবু ওয়ারদার উঁচুপাস থেকে বল পেয়ে গোলমুখে স্ট্রাইকার লেইথ খারুবের নেয়া ডান পায়ের শট ক্রসবারে লেগে আশ্রয় নেয় সিশেলসের জালে (১-০)। এই গোল আর শোধ করতে পারেনি আফ্রিকান দলটি। তাই কষ্টের জয়ে শেষ পর্যন্ত ফাইনালে খেলা নিশ্চিত করে ফিলিস্তিন। আগামী ২৫ জানুয়ারি ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে আজ সেমিফাইনালে বাংলাদেশ বনাম বুরুন্ডির মধ্যে বিজয়ী দল।