ম্যানসিটির জয় চেলসির হোঁচট

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক আগের ম্যাচে জোড়া গোল করেও দলকে জেতাতে পারেননি সার্জিও আগুয়েরো। মঙ্গলবার রাতে ইংলিম প্রিমিয়ার লিগে তার একমাত্র লক্ষ্যভেদেই জিতেছে ম্যানচেস্টার সিটি। শেফিল্ড ইউনাইটেডকে তারা হারিছে ১-০ গোলে। রাতের আরেক ম্যাচের শুরুর দিকে ১০ জনের দলে পরিণত হওয়া আর্সেনালের বিপক্ষে দুবার এগিয়ে গিয়েও জয়ের দেখা পায়নি চেলসি। অন্যদিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মূল্যবান এক পয়েন্ট নিয়ে ঘরে ফিরেছে আর্সেনাল। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি-আর্সেনাল ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়। আগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ২-২ গোলে ড্র করা ম্যাচ থেকে সাতটি পরিবর্তন এনেছিলেন ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা। সিটিজেনদের রক্ষণেও প্রাণ ফিরে পায় ডিফেন্ডার আয়েমেরিক লাপোর্তের ফিরে আসায়। এর পরেও সিটি গোলের দেখা পাচ্ছিল না কিছুতেই। ৩৬ মিনিটে পেনাল্টি থেকে গোলের সুযোগ মিললেও তা জালে পাঠাতে ব্যর্থ হয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। দ্বিতীয়ার্ধে এই জেসুসের বদলি হয়েই ম্যানসিটিকে জয়ের আনন্দে ভাসিয়েছেন আগুয়েরো। ৭৩ মিনিটে কেভিন ডি ব্রম্নইনের পাস থেকে গোলটি করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। অপর দিকে ১০ জনের দলে পরিণত হয়েও চেলসিকে জিততে দেয়নি আর্সেনাল। চেলসির সঙ্গে তারা ড্র করেছে ২-২ গোলে। বস্নুজরা দুইবার এগিয়ে গেলেও লড়াকু মেজাজে খেলে ড্র আদায় করে নিয়েছে গার্নাররা। আর্সেনালের দুর্ভাগ্য ম্যাচের ২৬ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় তারা। পেনাল্টি অঞ্চলে চেলসি স্ট্রাইকার টমি আব্রাহামকে ফেলে দেন ডেভিড লুইস। এ ঘটনায় সরাসরি লাল কার্ড দেখেন লুইস, সঙ্গে পেনাল্টি থেকে গোলও আদায় করে নেয় চেলসি। ২৮ মিনিটে স্পট কিক থেকে গোলটি করেন জর্জিনিহো। আর্সেনাল সমতা ফেরায় দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে। মার্তিনেলির গোলে স্কোর দাঁড়ায় ১-১। এই স্কোর লাইন টেকেনি বেশিক্ষণ, ৮৪ মিনিটে আজপিলিকুয়েতার গোলে চেলসি জয়ের স্বপ্নই দেখতে থাকে শেষ দিকে। কিন্তু ৮৭ মিনিটে তাদের হতাশায় ডুবিয়ে সমতা আদায় করে নেয় আর্সেনাল। ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি।