পাকিস্তানকে একদিনে দুবার হারাবে বাংলাদেশ?

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
সব শঙ্কা দূর করে বুধবার রাতে পাকিস্তান সফরে গেছে বাংলাদেশ দল। আজ শুরু হবে তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথমটি। বৃহস্পতিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করছে টাইগাররা -বিসিবি
পাকিস্তানকে একইদিনে দু'বার হারানোর সুযোগ বাংলাদেশের। পরিষ্কার করে বললে বাংলাদেশের দুটি ক্রিকেট দলের। শুক্রবার দেশটির বিপক্ষে লাল-সবুজদের দুটি দল মাঠে নামবে অনেকটা কাছাকাছি সময়ে। একদিকে লড়বে টাইগারদের জাতীয় দল, অন্যদিকে যুব দল। প্রথম দফার পাকিস্তান সফরে বুধবার রাতে দেশটিতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় দল। শুক্রবার তিন টি২০'র সিরিজের প্রথমটিতে মাঠে নামবেন তামিম-মাহমুদউলস্নাহরা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ৩টায়। সিনিয়রদের এক ঘণ্টা আগেই দক্ষিণ আফ্রিকায় বসা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রম্নপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের যুবাদের মুখোমুখি হবে আকবর-হৃদয়ের দল। টাইগার যুবাদের লড়াই শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়। দু'দলের প্রেক্ষাপট ভিন্ন। বাংলাদেশ জাতীয় দলের সামনে সুযোগ জয়ে টি২০ সিরিজ শুরু করার। আর যুবাদের সুযোগ গ্রম্নপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে সুপার লিগ পর্বে নামার। কোয়ার্টার তথা সুপার লিগে টাইগার যুবারা পৌঁছে গেছে বুধবারই। জিম্বাবুয়ের পর স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রম্নপপর্বে টানা দুই ম্যাচ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মঙ্গলবার টানা দ্বিতীয় জয় তুলে নিজেদের কাজটা ঠিকঠাক সেরে রেখেছিল তারা। পরেরদিন জিম্বাবুয়ে পাকিস্তানের কাছে হারা পর নিশ্চিত হয়ে যায় এক ম্যাচ হাতে রেখেই লাল-সবুজের আগামীর তারকাদের সুপার পর্ব নিশ্চিত করা। বাংলাদেশের মতো পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলও টানা দ্বিতীয় জয় তুলেছে। টাইগারদের সমান ৪ পয়েন্ট তাদের নামের পাশেও। কিন্তু 'সি' গ্রম্নপে শীর্ষে বাংলাদেশই। পাকিস্তানের চেয়ে রানরেটে এগিয়ে বেশ ভালো অবস্থানে আকবর আলীর দল। গত দু'ম্যাচে তারা যেভাবে প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে জয় তুলেছেন, পচেফস্ট্রমে শুক্রবার তেমন কিছুর আশা করাই যায়। জিততে পারলে গ্রম্নপ চ্যাম্পিয়ন হয়েই পরের পর্বে যাওয়ার সুযোগ তাদের। বাংলাদেশ অবশ্য আইসিসি টেবিলের নয়ে পড়ে আছে। এই ফরম্যাটে তারা আফগানিস্তানেরও একধাপ নিচে। লঙ্কানরা আবারর্ যাঙ্কিংয়ে বাংলাদেশের ঠিক উপরের ঘরেই। সাম্প্রতিক সময়ে যাদের বিপক্ষে দাপুটে ক্রিকেট খেলেছে টাইগাররা। সৌম্য-লিটনরা সামর্থ্যের সেরাটা মাঠে ঢেলে দিতে পারলে জয় অসম্ভব নয়। দক্ষিণ আফ্রিকায় যুবারা, পাকিস্তানে সিনিয়ররা, নিজেদের সেরাটা ২২ গজে মেলে ধরতে পারলে একই দিনে পাকিস্তানকে দুবার হারানোর সোনালী স্মৃতিও টাইগার ক্রিকেটের পাতায় যোগ করা সম্ভব!